চট্টগ্রামের সীতাকুণ্ডের সংসদ সদস্য দিদারুল আলম নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়ে স্বতন্ত্র প্রার্থী থেকে তাঁর মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। সুবিধামতো সময়ে তিনি তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন বলেও জানিয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী এলাকায় তাঁর বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এবার চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড-চট্টগ্রাম নগরের আংশিক) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা চেয়ারম্যানের পদ থেকে সদ্য পদত্যাগ করা এস এম আল মামুন। এস এম আল মামুন সীতাকুণ্ডের সাবেক সংসদ সদস্য আবুল কাশেম মাস্টারের বড় ছেলে।
বর্তমান সংসদ সদস্য দিদারুল আলম তাঁর বক্তব্যে বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তা আবার পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে জমাও দিয়েছিলেন। কিন্তু তিনি আগেই ঘোষণা দিয়েছিলেন নৌকার প্রতীক না পেলে স্বতন্ত্র নির্বাচন করবেন না। তিনি এখনো আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য। নৌকা তাঁর প্রতীক। নৌকাকে বাদ দিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন না।
কেন শেষ মুহূর্তে এসে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন আবার প্রত্যাহারও করছেন জানতে চাইলে তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তিনি নৌকার পক্ষে কাজ করবেন বলেও ঘোষণা দেন।
কোনো চাপের কারণে মনোনয়ন প্রত্যাহার করছেন কি না জানতে চাইলে তিনি বলেন, কোনো চাপে নয়, ব্যক্তিগত বিবেচনায় সরে দাঁড়াচ্ছেন তিনি। তিনি তাঁর অনুসারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ নেতা-কর্মীদের নৌকার পক্ষে কাজ করার জন্য বলে দিয়েছেন। নৌকার প্রার্থীকে বিজয়ী করা মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করা। আগে যেভাবে তিনি উন্নয়নকাজে অংশগ্রহণ করেছিলেন। সংসদ সদস্য না থাকলেও তিনি একইভাবে সহযোগিতা করতে চান।