কুমিল্লা নগরে ঘোরাঘুরির সময় আবিদুর রহমান ওরফে জাহাঙ্গীর নামের আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা–পুলিশের সদস্যরা। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
আবিদুর রহমান কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদে রয়েছেন। তিনি কুমিল্লা বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তনের (কুমিল্লা টাউন) সাবেক সাধারণ সম্পাদক।
আবিদুর রহমান কুমিল্লা-৬ (আদর্শ সদর উপজেলা, সিটি করপোরেশন ও সেনানিবাস এলাকা) আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিত। বাহাউদ্দিন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতির পদে রয়েছেন।
আজ শনিবার বেলা ১১টার দিকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, গতকাল শুক্রবার রাত ৯টার দিকে কুমিল্লা নগরের ধর্মসাগরের পশ্চিমপাড় থেকে আবিদুরকে আটক করা হয়। তিনি এখন কোতোয়ালি মডেল থানায় পুলিশের হেফাজতে রয়েছেন।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ করিম খান বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও কোতোয়ালি মডেল থানা–পুলিশ অভিযান চালিয়ে ধর্মসাগরপাড় এলাকা থেকে আবিদুরকে আটক করা হয়। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বিশ্বস্ত সহযোগী। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আবিদুরকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম আরও বলেন, আবিদুর রহমান বিগত সময়ে বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার একাধিক মামলায় আসামি তিনি। মোট পাঁচটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে ভারত পালানোর সময় বাহাউদ্দিন বাহারের আরেক সহযোগী টিপু সুলতান ওরফে টাইগার টিপুকে সীমান্ত থেকে আটক করে বিজিবি। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। টিপু কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সহসাংগঠনিক সম্পাদকের পদে রয়েছেন।