সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক
সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক

টাঙ্গাইলে সাবেক মন্ত্রী রাজ্জাকসহ ১১৭ জনের বিরুদ্ধে মামলা

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিছিলে হামলার অভিযোগে সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকসহ ১১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ২০০ থেকে ২৫০ জনকে। আজ বৃহস্পতিবার মামলাটি আমলে নিয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে গত বুধবার টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালতে এ মামলা করেন মালাউড়ী গ্রামের বাসিন্দা জাহিদ হাসান। বিচারক পশুপতি বিশ্বাস মামলাটি আমলে নিয়ে পরে আদেশের জন্য রাখেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৪ আগস্ট বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মধুপুর হাসপাতালের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্বরে পৌঁছালে আব্দুর রাজ্জাকের হুকুমে অন্য আসামিরা ছাত্র-জনতার ওপর দা, কুড়াল ও লাঠিসোঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এতে মামলার বাদীসহ কয়েকজন আন্দোলনকারী আহত হন।

মামলায় আসামিদের মধ্যে মধুপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান ওরফে আবু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইয়াকুব আলী, সাবেক পৌর মেয়র সিদ্দিক হোসেন খান ও মাসুদ পারভেজ আছেন।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী এম এ মালেক আদনান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মধুপুরে ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে বেশ কয়েকটি ধারায় মামলাটি করা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে বাদীর জবানবন্দি রেকর্ড করেন। পরে মামলাটি মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।