ফরিদপুরে বিএনপির সমাবেশের সমন্বয়কারী ও দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অভিযোগ করে বলেন, বরিশালের মতো ফরিদপুরেও ১১ ও ১২ নভেম্বর বাস ধর্মঘট ডাকা হয়েছে। এ থেকে বোঝা যায়, সরকার নার্ভাস হয়ে গেছে। তাঁদের (সরকারের) পায়ের নিচে মাটি নেই।
১২ নভেম্বর ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ। এ সমাবেশ সফল করতে আজ শুক্রবার বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা ও মহানগর বিএনপি।
এ বিষয়ে জেলা মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি জোবায়ের জাকির প্রথম আলোকে বলেন, ‘ফরিদপুরে ধর্মঘটের কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি। শামা ওবায়েদ যে তথ্য দিয়েছেন, তা সঠিক নয়। আজ রাত আটটার দিকে আমাদের একটি সমন্বয় সভা আছে, সেখানে এ বিষয়ে আলাপ করা হবে।’
সংবাদ সম্মেলনে শামা ওবায়েদ বলেন, ‘বাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতি আমাদের দাবি, এ ধর্মঘট তুলে নেওয়া হোক। বাসমালিকদের সঙ্গে এ ব্যাপারে কথা বললে তাঁরা জানিয়েছেন, ওপরের নির্দেশে তাঁদের ধর্মঘট ডাকতে হয়েছে। ওপরের নির্দেশ মানে তো সরকারের নির্দেশ। আমি বুঝি না, আমাদের ক্ষতি করতে গিয়ে সরকার কেন জনগণকে ভোগান্তিতে ফেলছে।’
জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বাস ধর্মঘটের ব্যাপারে এখন পর্যন্ত কোনো নির্দেশ আসেনি। এলে জানাব।’ ‘নির্দেশ’ কোথা থেকে আসে জানতে চাইলে আনিসুর রহমান বলেন, ‘যেকোনো জায়গা থেকে আসতে পারে। এলে জানাব, ভাই।’