বরগুনার আমতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোতাহার মৃধার সমর্থক হিরন গাজীকে হত্যার অভিযোগে হওয়া মামলায় অপর এক চেয়ারম্যান প্রার্থীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া চেয়ারম্যান প্রার্থীর নাম আবুল বাশার মৃধা। গ্রেপ্তার হওয়া অপর চারজন হলেন ওই চেয়ারম্যান প্রার্থীর সমর্থক সোহাগ প্যাদা, মাহবুব, মেহেদী ও গোলাম কিবরিয়া। আজ শুক্রবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৮ এপ্রিল আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। গত বুধবার রাত ১১টার দিকে আবুল বাশার মৃধা তাঁর সমর্থক সোহাগ প্যাদা, ইউসুফ, কাদের সরদার, শহীদ মালাকারসহ ৪০-৪৫ জন নিয়ে পূর্ব মহিষডাঙ্গা গ্রামে ভোটারদের টাকা দিচ্ছিলেন। এ সময় মোতাহার মৃধার সমর্থক হিরণ গাজীসহ ১০-১২ জন ভোটারের মধ্যে টাকা বিতরণে তাঁদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে বাশার মৃধার সমর্থক ইউসুফ মাতুব্বর, কাদের সরদার, শহীদ মালাকারসহ ৬-৭ জন হিরণ গাজীকে ছুরিকাঘাত করেন। তাৎক্ষণিকভাবে হিরনের সঙ্গে থাকা মিলন সরদার, দেলোয়ার সরদারসহ ১০-১২ জন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই সময় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক হিরণ গাজীকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে হিরন গাজীর স্ত্রী তাসলিমা বেগম বাদী হয়ে ১৬ জনের বিরুদ্ধে আমতলী থানায় হত্যা মামলা করেন। চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার মৃধাকে ওই মামলার প্রধান আসামি করা হয়েছে।
এই বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন বলেন, হিরন হত্যা মামলার প্রধান আসামি চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার মৃধাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।