বাগেরহাটের কচুয়ায় বাগ্বিতণ্ডার জেরে ছুরিকাঘাতে আনোয়ার মোল্লা (৩৮) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার রাতে কচুয়া উপজেলার মাঠ রাড়িপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহত আনোয়ার মোল্লা মাঠ রাড়িপাড়া এলাকার মৃত সোহরাব মোল্লার ছেলে। এ ঘটনায় আব্বাস শেখ (৪৮) নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। আব্বাস শেখ কচুয়া উপজেলার চান্দেরখোলা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত আটটার দিকে মাঠ রাড়িপাড়া এলাকায় চোখে টর্চলাইটের আলো পড়াকে কেন্দ্র করে আনোয়ার মোল্লা ও আব্বাস শেখের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আনোয়ারকে ছুরি দিয়ে আঘাত করেন আব্বাস। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তাঁরা আনোয়ার মোল্লাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে নয়টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এদিকে ঘটনাস্থল থেকে আব্বাস শেখকে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। রাত সোয়া ১০টার দিকে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ছুরিকাঘাতে আনোয়ার মোল্লার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ছুরিকাঘাতকারী আব্বাস মোল্লাকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা করার প্রস্তুতি চলছে।