ক্রীড়াঙ্গনে যেন কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না ঘটে, সে জন্য সাকিবকে আপাতত দেশে না আসার বিষয়ে বিসিবিকে পরামর্শ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিসিবি সে অনুযায়ী সাকিবের সঙ্গে কথা বলেছে বলে তিনি জানান।
আজ শনিবার চট্টগ্রাম চেম্বারে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ এ কথা বলেন। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সাকিবের নিরাপত্তার দিকটা মাথায় রেখেই তিনি পরামর্শ দিয়েছেন।
আইসিসির পক্ষ থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়েছে কি না, এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে একটি বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে, এটা পুরো বিশ্ব জানে। ফ্যাসিবাদী সরকারের সঙ্গে সাকিব আল হাসানের সম্পৃক্ততা ছিল। এ কারণে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এর বহিঃপ্রকাশও আমরা দেখেছি।’
আসিফ মাহমুদ আরও বলেন, ‘আইসিসিও বিষয়গুলো জানে। এই বিষয়ে কোনো অফিশিয়াল (আনুষ্ঠানিক) কিছু জানানো হয়নি। কিছু জানানো হলে সেটি বিসিবিকে জানাবে তারা। আইসিসি থেকে কিছু বলার আগে কিছু বলতে পারছি না।’
চট্টগ্রামে বিপিএল প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, ‘আমাদের প্রধান উপদেষ্টা অলিম্পিকসহ বিভিন্ন অনুষ্ঠানের ডিজাইন করে থাকেন। তিনি আমাদের পরামর্শ দিয়েছেন। আমরা সে অনুযায়ী সংস্কারের পরিকল্পনা করেছি। জেলা স্টেডিয়ামের জন্য জেলা ক্রীড়া পরিষদকে রিকুইজিশন দিতে বলা হয়েছে। চট্টগ্রামের দুটি স্টেডিয়াম ঘুরে দেখেছি।’
আজ সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও এম এ আজিজ স্টেডিয়াম পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় মাঠ ও স্টেডিয়ামের বেহাল অবস্থা দেখে হতাশা প্রকাশ করেন তিনি। ক্রীড়াবান্ধব পরিবেশ ও প্রতিযোগিতার আয়োজনের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনাও দেন ক্রীড়া উপদেষ্টা।