সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানা চালু ও বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। আজ সোমবার সকাল ১০টা থেকে বাইপাইল মোড়ে নবীনগর থেকে চন্দ্রা মহাসড়ক অবরোধ করায় আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছেন সংশ্লিষ্ট রুটের যাত্রী ও চালকেরা। আজ বেলা দুইটা পর্যন্ত অবরোধ চলার খবর পাওয়া গেছে।
কারখানাটির নাম জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড। এক মাসের বেতন-ভাতা বকেয়া রেখে দুই মাস আগে কারখানাটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। টানা তিন মাস ধরে বেতন-ভাতা না পাওয়ায় দুর্ভোগে পড়েছেন শ্রমিকেরা।
কারখানাটির এক পুরুষ শ্রমিক বলেন, ‘তিন মাসের বেতন-ভাতা বকেয়া আছে। বন্ধ আছে ফ্যাক্টরিও। ভাড়া দিতে পারতেছি না, তাই বাড়িওয়ালা রুম ছেড়ে দিতে কইছে। আমাদের একটাই দাবি, ফ্যাক্টরি চালু থাক বা বন্ধ থাকুক, আমাদের বকেয়া বেতন পরিশোধ করতে হবে। সমস্ত বকেয়া পরিশোধের আগপর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না।’
আরেক শ্রমিক বলেন, এক মাসের বেতন-ভাতা বকেয়া রেখে দুই মাস আগে কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করে। চলতি মাস পর্যন্ত শ্রমিকদের তিন মাসের বেতন বকেয়া আছে। গত মাসে বিজিএমইএ ও শ্রম মন্ত্রণালয়ের আশ্বাসের পরও এখনো বকেয়া বেতন–ভাতা পাননি তাঁরা।
এক নারী শ্রমিক বলেন, ‘আমরা বেতনের দাবিতে ঢাকায় হেড অফিসে গেছি তিনবার। আশ্বাস দিছে, কিন্তু কাজ হয় নাই।’
এসব বিষয়ে জানতে চাইলে আশুলিয়ার শিল্পাঞ্চল পুলিশ-১–এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম জানান, কারখানাটিতে কয়েক মাস ধরে বেতন পরিশোধের বিষয় নিয়ে সমস্যা হচ্ছে। যথাসময়ে বেতন দিতে না পারার কারণে দীর্ঘদিন ধরে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে রেখেছে। ইতিমধ্যে কারখানা কর্তৃপক্ষসহ বিজিএমইএ, মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব জায়গায় কথা বলা হয়েছে।
সারোয়ার আলম আরও বলেন, ‘আমরা তাঁদের (শ্রমিকদের) বুঝিয়ে সড়কে থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। একই সঙ্গে আমরা বিজিএমইএ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও মন্ত্রণালয়ের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছি, যেন শ্রমিকদের পাওনাগুলো দ্রুত পরিশোধ করা হয়।’