বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান (শফিক) ও তাঁর স্ত্রী সদর উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মাহফুজা খানকে (লিপি) ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাত আটটার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি-ডিবি)।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, ঢাকায় গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান ও তাঁর স্ত্রী মাহফুজা খান। তাঁদের বগুড়ায় আনতে সদর থানা–পুলিশের একটি দল গতকাল রাতেই ঢাকায় গেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে তাঁদের থানায় হাজির করার কথা রয়েছে।
বগুড়া সদর থানা–পুলিশ সূত্রে জানা যায়, জুলাই গণ–অভ্যুত্থানের সময় আবু সুফিয়ানের বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে। তিনটি হত্যা মামলা ছাড়াও বিস্ফোরক আইনে ১২টি মামলা তদন্তাধীন। তাঁর স্ত্রীর মাহফুজা খানও বিস্ফোরক মামলার আসামি। বগুড়ায় আনার পর আবু সুফিয়ানকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হবে।