রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন নিহতের ঘটনার এক মাস পর আদালতে মামলা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানাসহ ৫৭ জনের নাম উল্লেখ করে আজ মঙ্গলবার বিকেলে মামলাটি করেন নিহত সাজ্জাদ হোসেনের স্ত্রী জিতু বেগম।
বাদীপক্ষের আইনজীবী মোফাজ্জল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজু আহমেদের আদালতে মামলাটি করেন জিতু বেগম। আদালত মামলাটি গ্রহণ করে কোতোয়ালি থানাকে তদন্ত কার্যক্রম শুরুর আদেশ দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলকে কেন্দ্র করে এ নিয়ে রংপুরে মোট পাঁচটি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে চারটিতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুকুমের আসামি করা হয়েছে।
আইনজীবী মোফাজ্জল হোসেন বলেন, গত ১৯ জুলাই রংপুর শহরের সিটি বাজার, রামমোহন মার্কেট ও কৈলাস রঞ্জন স্কুল সড়ক এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে পুলিশসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা হামলা করে গুলি চালান। ওই দিন পুলিশের গুলিতে সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানাসহ ৫৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক সংসদ সদস্য আহসানুল হক চৌধুরী, জাকির হোসেন সরকার, আসাদুজ্জামান বাবলু, বদরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র টুটুল চৌধুরী, সাবেক আইজিপিসহ পুলিশের আট কর্মকর্তা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ জেলা, মহানগর ও উপজেলা আওয়ামী লীগের নেতারা। এ ছাড়া অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়েছে।