পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ওসমান গণি (৪৮) নামের এক জেলের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ এলাকার করতোয়া নদীতে এ ঘটনা ঘটে। নিহত ওসমান আলী ওই এলাকার বাসিন্দা। তিনি নদীতে মাছ ধরার পাশাপাশি পাথরও তুলতেন বলে জানা গেছে।
নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে ভজনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মসলিম উদ্দিন বলেন, সকাল সাতটার দিকে বাড়ির কাছাকাছি বয়ে যাওয়া করতোয়া নদীতে জাল দিয়ে মাছ ধরতে যান ওসমান গণি। সকাল সাড়ে ১০টার দিকে তাঁর জন্য খাবার নিয়ে নদীর পাড়ে যান ওসমানের স্ত্রী। এ সময় তিনি নদীতে ওসমানকে খুঁজে না পেয়ে আশপাশের শ্রমিকদের বিষয়টি জানান। পরে স্থানীয় লোকজন নদীর পানিতে জাল দেখতে পেলেও ওসমানকে খুঁজে পাচ্ছিলেন না।
পরে স্থানীয় লোকজন তেঁতুলিয়া ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় নদীর ৮ থেকে ১০ ফুট গভীর একটি গর্তের নিচ থেকে ওসমানকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ওসমানকে মৃত ঘোষণা করেন। মাছ ধরার সময় ওসমান কোনো কারণে অচেতন হয়ে পড়ে পানিতে তলিয়ে যান বলে ধারণা করছেন তাঁর স্বজনেরা। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী নদীতে ডুবে ওই জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।