দেশ পরিচালনায় বর্তমান সরকার ব্যর্থ: জি এম কাদের

লালমনিরহাটে একটি বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। বুধবার দুপুরে সদর উপজেলা বড়বাড়ি ইউনিয়নে
ছবি: প্রথম আলো

দেশ পরিচালনায় বর্তমান সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। আজ বুধবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নে একটি বিদ্যালয়ের ভবন উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘বর্তমান সরকার দেশ শাসন করতে পারছে না, সুশাসনও দিতে পারছে না। দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতার কারণে দেশের মানুষ ঠাট্টা করে বলছে, সরকার থাকলেই কি আর না থাকলেই কি? দেশ যেভাবে চলছে, চলবে।’

জাতীয় পার্টির এই শীর্ষ নেতা বলেন, ‘দেশের মানুষ যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, দেশ সেভাবে এগিয়ে যাচ্ছে এবং যাবে। এখানে সরকারের কোনো ভূমিকা নেই। মানুষকে এগিয়ে দিতে নয়, বরং নানাভাবে টেনে ধরা হচ্ছে। আমরা এভাবে একটা মিসম্যানেজড সোসাইটিতে পরিণত হচ্ছি, যেখানে মানুষের জানমালের নিরাপত্তা নেই। বিশৃঙ্খলা আর দুর্ঘটনা স্বাভাবিক ঘটনায় পরিণত হচ্ছে। কোনো স্বাধীন ও সভ্য দেশে এমনটা কাম্য নয়, এমনটা হতে পারে না। এ কারণে দেশকে সুন্দর ও সুশাসিত দেশ না বলে অন্ধকারের দেশ বলা যেতে পারে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ‘রাজনৈতিক দলের শৃঙ্খলা রক্ষা বড় একটি কাজ। সুশৃঙ্খল না হলে যেমন কোনো বাহিনী যুদ্ধে জয়লাভ করতে পারে না; রাজনীতি অনেকটা যুদ্ধের মতো। সেখানে বিদ্রোহীকে তো আমরা ক্ষমা করতে পারি না বা পরবর্তী সময়ে বিদ্রোহীকে সুযোগ দিতে পারি না।’

এ সময় অন্যান্যের মধ্যে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্যসচিব মো. জাহিদ হাসানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।