বিকাশ–প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে চাঁদপুরে বই উপহার পেল ৪৫ টি প্রতিষ্ঠান।
বিকাশ–প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে চাঁদপুরে বই উপহার পেল ৪৫ টি প্রতিষ্ঠান।

বিকাশ– প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ

চাঁদপুরে ৫৩০০ বই পেল ৪৫ প্রতিষ্ঠান

বিকাশের উদ্যোগে ও প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় চাঁদপুরে ৪৫টি প্রতিষ্ঠান ও গ্রন্থাগারকে ৫ হাজার ৩০০ বই উপহার দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে চাঁদপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের তৃতীয় তলায় এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে এসব বই তুলে দেওয়া হয়। গ্রন্থাগারের জন্য বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বই পাওয়া প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা।

বই বিতরণ অনুষ্ঠানে প্রবীণ শিক্ষক সিরাজুল বলেন, ‘বই মানুষকে আলোকিত করে, কিন্তু এখন আমাদের সন্তানেরা নানা কারণে বই থেকে দূরে চলে যাচ্ছে। তাদের বইমুখী করা খুব জরুরি।’

বিকাশ–প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে চাঁদপুরে বই উপহার পেল ৪৫ টি প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান রাফিয়া সুলতানা, জেলা স্কাউটের সহকারী পরিচালক পূরবী সরকার প্রমুখ। বই বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলো চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ।

চলতি বছর সারা দেশের সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার ও বৃদ্ধাশ্রমে মোট ১ লাখ ২০ হাজার বই বিতরণের উদ্যোগ নিয়েছে বিকাশ। তাদের এ উদ্যোগে সহযোগী হিসেবে কাজ করছে প্রথম আলো ট্রাস্ট।