সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

নেত্রকোনায় লরিচাপায় সাইকেল আরোহী স্কুলছাত্র নিহত

নেত্রকোনার মোহনগঞ্জে বাড়ির সামনে বাইসাইকেল চালানোর সময় মাটিবাহী একটি লরির চাপায় রাব্বি মিয়া (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় এনামুল হক (১৫) নামের অপর এক কিশোর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তেতুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি মিয়া তেতুলিয়া গ্রামের রাসেল মিয়ার ছেলে। সে তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। আহত এনামুল একই গ্রামের এখলাছ মিয়ার ছেলে।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সন্ধ্যায় বাড়ির সামনের পাকা রাস্তায় বাইসাইকেল চালাচ্ছিল এনামুল। তার পেছনে সাইকেলে বসা ছিল রাব্বি। এ সময় হাওর থেকে মাটিবাহী একটি লরি বেপরোয়া গতিতে এসে তাদের সাইকেলটিকে চাপা দেয়। এতে পেছনে বসা রাব্বি ঘটনাস্থলে নিহত হয়। আহত এনামুলকে স্থানীয় লোকজন উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর এলাকাবাসী লরিচালক আল আমিনকে (৩০) আটক করে পুলিশে দিয়েছেন।

আহত এনামুলের চাচা জুলহাস মিয়া বলেন, হাওরের খাসজমি থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে বিক্রি করছে এলাকার একটি চক্র। এতে করে গ্রামীণ সড়ক ভেঙে যাওয়াসহ প্রায়ই দুর্ঘটনা ঘটে। গতকাল সন্ধ্যার দিকে একটি লরি রাব্বি ও এনামুলকে চাপা দেয়। এতে রাব্বি ঘটনাস্থলে নিহত হয়। আর এনামুলের পা ভেঙে গেছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।