তৈমুর আলম খন্দকার
তৈমুর আলম খন্দকার

নারায়ণগঞ্জ-১

ভোট দিয়ে তৃণমূলের তৈমুর বলেন, ‘নির্বাচনের কোনো পরিবেশ নেই’

নির্বাচনের কোনো পরিবেশ নেই বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের তৃণমূল বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকার। আজ রোববার সকালে নারায়ণগঞ্জের রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম বলেন, ‘সকাল থেকে আমার এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে। আমার লোকজনের ওপর হামলা করা হচ্ছে। কঠিন অবস্থার মধ্য দিয়ে নির্বাচন করতে হচ্ছে। চনপাড়া আর মৈকুলীতে আমার কোনো এজেন্ট নেই। নির্বাচনের কোনো পরিবেশ নেই।’

তৈমুর আলম অভিযোগ করেন, আঞ্চলিক নির্বাচন অফিসে আগেই বলা হয়েছে। তারা কোনো ভূমিকা নেয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে, নৌকার প্রার্থী টাকা বিতরণ করছেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নৌকার প্রার্থী বিশৃঙ্খলা করছেন। তবে তিনিসহ তৃণমূল বিএনপির প্রত্যেক প্রার্থী নির্বাচন চালিয়ে যাবেন উল্লেখ করে তৈমুর আলম বলেন, ‘আমরা দেখতে চাই, প্রধানমন্ত্রী তাঁর অঙ্গীকার কতটুকু রক্ষা করতে পারেন। নির্বাচন কমিশন কতটুকু অঙ্গীকার রক্ষা করে।’

এদিকে তৈমুরের অভিযোগের পর চনপাড়া পুনর্বাসনকেন্দ্রের ছয়টি কেন্দ্র ঘুরে অধিকাংশ কক্ষেই স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার কেটলি ও তৈমুর আলমের সোনালী আঁশ প্রতীকের এজেন্ট পাওয়া যায়নি। আসনটির আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজীর নৌকা, তাঁর ছেলে স্বতন্ত্র প্রার্থী গোলাম মোর্তজার ঈগল প্রতীকের এজেন্ট দেখা গেছে।

সকালে চনপাড়া আল আমিন মডেল একাডেমি কেন্দ্রে নৌকা, ঈগল ও আলমারি ছাড়া অন্য কোনো প্রতীকের এজেন্ট দেখা যায়নি। কারণ জানতে চাইলে কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা বলেন, কেন্দ্রটিতে অনেক প্রার্থী এজেন্টই দেননি; যাঁরা দিয়েছেন, তাঁদের এজেন্টরা উপস্থিত আছেন।

চনপাড়ার আল আরাফাহ ইসলামিয়া আলিম মাদরাসার নারী ও পুরুষ কেন্দ্র, জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ কক্ষে কেটলি ও সোনালী আঁশ প্রতীকের এজেন্ট দেখা যায়নি। নবকিশলয় হাইস্কুল অ্যান্ড গার্লস কলেজের দুটি কেন্দ্রের ১২টি কক্ষের তিনটিতে সোনালী আঁশ ও একটিতে কেটলি প্রতীকের প্রার্থীর এজেন্ট পাওয়া যায়।

চনপাড়ার কেন্দ্রগুলোতে এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া। তিনি বলেন, ‘সকাল থেকে কেন্দ্রগুলোতে আমার এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছিল। বিষয়টি পুলিশকে জানালে কয়েকজন কেন্দ্রে ঢুকতে পেরেছেন।’

চনপাড়া এলাকায় একটি ভোটকেন্দ্রের সামনে কথা হয় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরুর সঙ্গে। তিনি বলেন, চনপাড়ার কেন্দ্রগুলোতে কয়েকজন প্রার্থী তাঁদের এজেন্ট দেননি। যাঁরা কেন্দ্রে এসেছেন, তাঁরা ভোটকক্ষে আছেন।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। টানা চতুর্থবারের মতো তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করছেন। তাঁর বিপরীতে সোনালী আঁশ প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে আছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকারসহ আট প্রার্থী।

নারায়ণগঞ্জের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান প্রথম আলোকে জানান, রূপগঞ্জের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। ভোটের পরিবেশও ভালো। কোনো ভোটার এখন পর্যন্ত পরিবেশ নিয়ে অভিযোগ করেননি।