ময়মনসিংহ মেডিকেল কলেজ গেট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আজ সকাল ১০টার দিকে
ময়মনসিংহ মেডিকেল কলেজ গেট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আজ সকাল ১০টার দিকে

ময়মনসিংহে চিকিৎসক হত্যার বিচার ও ৯ দফা দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

চিকিৎসক হত্যার বিচার দাবিসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবির প্রতি সংহতি জানিয়ে ময়মনসিংহে বিক্ষোভ করেছে বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজ গেট এলাকায় অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় তাঁদের হাতে বিভিন্ন স্লোগানসংবলিত ফেস্টুন দেখা গেছে।

কর্মসূচিতে বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। সেই সঙ্গে কয়েকজন বিদ্রোহী গান ও কবিতা পরিবেশন করেন।

এতে অংশ নেওয়া ময়মনসিংহ মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ময়ূরাক্ষী বলেন, ‘কোটা আন্দোলন থামল, কিন্তু আমার ভাইয়ের রক্ত ঝরল। রক্তের ওপর আর থাকা যাবে না, এই রক্ত দেখে আর ঘুমানো যাবে না। জুলাই শুরু হওয়ার পর খেতে বা ঘুমাতে যেতে পারিনি। দয়া করে আর রক্ত ঝরাবেন না। পুলিশ-সেনাবাহিনীকে তাঁদের জায়গায় ফিরিয়ে নেন। আমাদের ৯ দফা দাবি নিয়ে সংলাপের জায়গা রাখেন। সংলাপের জায়গা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আর ছাত্রীদের কিংবা আমার ভাইদের মারবেন না। যাঁদের খুন করা হয়েছে, তার বিচার করুন।’

দন্তরোগ বিভাগের চিকিৎসক নিয়াজ রহমান বলেন, ‘চলমান আন্দোলনের সঙ্গে ময়মনসিংহ মেডিকেলসহ অন্য মেডিকেলের শিক্ষার্থীরাও এ কর্মসূচি পালন করছেন। আন্দোলনে না গেলেও আমাদের এক চিকিৎসককে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা এই জুলুমের বিচার চাই, এর শেষ দেখতে চাই।’