ফেনীর সোনাগাজীতে একটি মোটরসাইকেল চুরির মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুজন ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওই দুই ইউপি সদস্য হলেন আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য গোলাম কিবরিয়া (৪৮) ও নবাবপুর ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আলী আশরাফ (৪৯)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৩ অক্টোবর সোনাগাজী পৌর শহরের রাকিব প্লাজার সামনে থেকে আবদুল্লাহ আল নোমান নামের এক ব্যক্তির একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ভুক্তভোগী নোমান ফেনীর আদালতে মামলা করেন। শুরুতে মামলাটি পিবিআই তদন্ত করে। পরে বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব পায় সোনাগাজী থানার পুলিশ। তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম মামলাটি পুনরায় তদন্ত করে দুই ইউপি সদস্যসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে আদালত দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলায় বাদী পক্ষের আইনজীবী সালেহ উদ্দিন আহমেদ আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বলেন, মোটরসাইকেল চুরির অভিযোগে করা মামলায় কারাগারে পাঠানো ওই দুই ইউপি সদস্যের বিরুদ্ধে থানায় আরও কয়েকটি মামলা রয়েছে।