ঠাকুরগাঁও সদর উপজেলায় মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে গোলাপী বেগম (৪২) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গোলাপী বেগম মাদারগঞ্জ বোর্ডস্কুল গ্রামের রবিউল ইসলামের স্ত্রী। তিনি স্থানীয় একটি পাটকলের শ্রমিক ছিলেন। আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে পাটকলে কাজ শেষ করে গোলাপী বেগম ও তাঁর এক সহকর্মী ফসলি জমি দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে মাটিতে পড়ে থাকা অরক্ষিত তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন গোলাপী বেগম। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে।
ভূল্লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহত নারীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। আপাতত সেখানকার বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের কোনো কর্মকর্তার অবহেলা থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মাদারগঞ্জ গ্রামের বাসিন্দা হাসান আলী বলেন, কিছুদিন আগে এই স্থানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়েকটি গরু মারা গিয়েছিল।