নন্দীগ্রামে একাধিক হত্যা মামলার আসামির গলাকাটা লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় একাধিক হত্যা মামলার আসামি আখের উদ্দিনের (৩৮) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার ওমরপুর সতীশ চন্দ্র কলেজ–সংলগ্ন একটি ধানখেত থেকে আখের উদ্দিনের লাশ উদ্ধার করা হয়।

আখের উদ্দিন বগুড়া সদর উপজেলার চান্দপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে। পুলিশ জানিয়েছে, আখের উদ্দিন দুটি হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সকালে ওমরপুর সতীশ চন্দ্র কলেজের পাশে ধানখেতে এক যুবকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরে স্বজনেরা গিয়ে লাশটি আখের উদ্দিনের বলে নিশ্চিত করেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, লাশের পাশে একটি মোটরসাইকেল ও হেলমেট পড়ে ছিল। পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা আখের উদ্দিনকে ডেকে এনে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আখের উদ্দিনের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ একাধিক মামলা আছে।

সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার বলেন, আখের উদ্দিন এলাকার চিহ্নিত অপরাধী ছিলেন। তিনি সন্ত্রাসীদের সঙ্গে চলাফেরা করতেন বলে দাবি করেন তিনি।