নওগাঁ সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম চার ঘণ্টায় দুটি কেন্দ্রে ভোট পড়েছে যথাক্রমে ৪১ ও ৪২টি। আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত উপজেলার কেডি সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট পড়েছে ৪১টি এবং নওগাঁ জিলা স্কুল কেন্দ্রে ভোট পড়েছে ৪২টি।
আজ সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত নওগাঁ সদর উপজেলার চারটি কেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। কেডি সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আইনুল হক বলেন, তাঁর কেন্দ্রে ভোটার সংখ্যা ১ হাজার ৯২৩। দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ৪১টি।
নওগাঁ জিলা স্কুল কেন্দ্রে গিয়ে জানা যায়, প্রথম ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৪২টি। এ কেন্দ্রের ভোটার ২ হাজার ১১ জন। ৪ ঘণ্টায় ভোট পড়ার হার ২ শতাংশ। কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা ইলিয়াস হোসেন বলেন, সকাল থেকে ভোটার উপস্থিতি একেবারে নগণ্য। তবে কোনো ধরনের গোলযোগ হয়নি।
নওগাঁ পৌরসভার চকএনায়েত উচ্চবিদ্যালয় ও পিটিআই সরকারি প্রাথমিক কেন্দ্রে গিয়েও ভোটার উপস্থিতি কম চোখে পড়ে। তবে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নওগাঁ সদর উপজেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী নির্বাচনী মাঠে আছেন।
এ উপজেলায় ১২৮টি কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ লাখ ৪৮ হাজার ৩৬৬। নওগাঁ ছাড়াও ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে মহাদেবপুর ও মান্দা উপজেলায় ভোট গ্রহণ চলছে।
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল করিম বলেন, আজ দুপুর ১২টা পর্যন্ত নওগাঁ সদর উপজেলায় ৭ দশমিক ৬৭ শতাংশ, মহাদেবপুর উপজেলায় ১৫ দশমিক ৪৩ শতাংশ ও মান্দা উপজেলায় ১০ দশমিক ৪৭ শতাংশ ভোট পড়েছে।