আনোয়ারা উপজেলার মানচিত্র
আনোয়ারা উপজেলার মানচিত্র

কেইপিজেড

কারখানায় খাবার সরবরাহের কাজ পেতে কর্মকর্তাকে হুমকি, বিএনপি নেতা বহিষ্কার

চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় গড়ে ওঠা কোরীয় রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (কেইপিজেড) একটি কারখানায় গিয়ে এক নারী কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠার পর স্থানীয় বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর নাম মো. ইলিয়াছ কাঞ্চন। তিনি আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং বারশত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। আজ শুক্রবার দুপুরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে ইলিয়াছ কাঞ্চনকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

এর আগে গত সোমবার বিকেলে কেইপিজেডের আমেরিকান অ্যান্ড ইফার্ড (বাংলাদেশ) নামে একটি প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক শেগুফতা গনি তাঁকে হুমকি দেওয়ার অভিযোগ এনে কর্ণফুলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ডায়েরিতে খাবার সরবরাহের কাজ পেতে চাপ প্রয়োগ ও হুমকি দেওয়ার অভিযোগ আনা হয় বিএনপি নেতা ইলিয়াছ কাঞ্চন, মো. কাইয়ুম খান নামে এক ব্যক্তিসহ অজ্ঞাতপরিচয় চার-পাঁচ ব্যক্তির বিরুদ্ধে।

কারখানা কর্তৃপক্ষ এবং জিডি সূত্রে জানা গেছে, আমেরিকান অ্যান্ড ইফার্ড (বাংলাদেশ) নামের প্রতিষ্ঠানটিতে খাবার সরবরাহ করার কাজ পেতে দরপত্র আহ্বানের জন্য দুই মাস আগে শেগুফতা গনিকে প্রস্তাব দেন ইলিয়াছ কাঞ্চন। জবাবে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বিষয়টি বিবেচনা করবেন বলে শেগুফতা গনি জানান। এরপর থেকে প্রতি সপ্তাহে ইলিয়াছসহ অভিযুক্ত অন্য ব্যক্তিরা বিষয়টি সম্পর্কে ফোন করে শেগুফতার কাছে জানতে চাইতেন। সর্বশেষ গত সোমবার বিকেলে একটি মাইক্রোবাসে করে ইলিয়াছ, কাইয়ুমসহ কয়েক ব্যক্তি কারখানায় গিয়ে শেগুফতাকে হুমকিধমকি দেন এবং গালাগাল করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. ইলিয়াছ কাঞ্চন বলেন, ‘এ ঘটনায় আমি জড়িত না। ২০ বছরের বেশি সময় ধরে নির্যাতনের শিকার হয়ে রাজনীতি করে আসছি। কখনো অনিয়ম আমাকে স্পর্শ করেনি। এসব আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র।’

ইলিয়াছ কাঞ্চনকে দল থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান। তিনি বলেন, মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপে জড়িয়ে দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে মো. ইলিয়াছ কাঞ্চনকে বহিষ্কার করা করা হয়েছে।