ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক কৃষক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর নয়াদিল উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার প্রথম আলোকে ঘটনাটি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম মধু শীল (৫৩)। তিনি গঙ্গাসাগর নয়াদিল উত্তরপাড়া এলাকার মৃত হরিসাধন শীলের ছেলে।
মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন জানান, মধু শীল সকালে জমিতে কাজ করার জন্য গঙ্গাসাগর নয়াদিল উত্তরপাড়া রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঘন কুয়াশা ও কানে কম শোনার কারণে ট্রেন আসার বিষয়টি বুঝতে পারেননি তিনি। ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে প্রথমে তাঁকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ব্রাহ্মণবাড়িয়া নেওয়ার পথে মারা যান তিনি।
খবর পেয়ে পুলিশ নিহত মধু শীলের মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় রেলওয়ে পুলিশ।