বান্দরবানের চার উপজেলায় ভ্রমণের নিষেধাজ্ঞা ৪ নভেম্বর পর্যন্ত বাড়ল

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দুবাজার
ফাইল ছবি: প্রথম আলো

বান্দরবানের চারটি উপজেলায় নিরাপত্তার কারণে পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ রোববার জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নিষেধাজ্ঞার আওতায় থাকা উপজেলা চারটি হচ্ছে রুমা, রোয়াংছড়ি, থানচি ও আলীকদম। ২৩ অক্টোবর থেকে আলীকদম ও থানচি উপজেলায় এবং এর দুই দিন আগে থেকে রুমা ও রোয়াংছড়িতে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বান্দরবান সেনা রিজিয়নের চিঠির আলোকে পর্যটকদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে ২৩ অক্টোবর জারি করা পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা ৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো। জনস্বার্থে রোয়াংছড়ি, রুমা, থানচি ও আলীকদম উপজেলায় দেশি–বিদেশি পর্যটকদের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

৯ অক্টোবর থেকে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়ন ও বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত জঙ্গিবিরোধী অভিযান চলছে।

জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, দুর্গম পাহাড় জঙ্গি গোষ্ঠীর প্রশিক্ষণ ও অবস্থানের তথ্যের ভিত্তিতে বান্দরবানের চারটি উপজেলায় এবং রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নে অভিযান চলছে। অভিযানে গত ২১ অক্টোবর সাতজন জঙ্গি ও তিনজন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যকে নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।