চাঁদপুরে ফারাজ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার শহরের পীর মহসিন উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ে সকাল আটটা থেকে এ কার্যক্রম শুরু হয়। এতে শহরের অসহায় ও দুস্থ ৩০০ রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবার পাশাপাশি ওষুধ দেওয়া হয়।
আজ দুপুর পর্যন্ত এই মেডিকেল ক্যাম্প চলে। চিকিৎসাসেবা দেন চাঁদপুর মেডিকেল কলেজের সাতজন বিশেষজ্ঞ চিকিৎসক। এতে স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করেন চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের সদস্যরা।
চিকিৎসাসেবা নিতে আসা শহরের প্রফেসর পাড়ার গৃহিণী ফাতেমা বেগম জানান, তিনি গুরুতর অসুস্থ। এখানে এসে চিকিৎসার পাশাপাশি ওষুধ পেয়েছেন। এ জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।
অন্যদিকে নাজির পাড়া আবদুল মমিন বলেন, ‘হাসপাতালে গেলে লাইন ধরতে হয়। বড় ডাক্তারদের ফি দিতে হয়। টাকা দিয়ে ওষুধও কিনতে হয়। এখানে কিছু করতে হয়নি। গেলাম; ডাক্তার দেখালাম আর ওষুধও নিয়ে আসলাম। অনেক ভালো লাগল।’
চিকিৎসা নিতে আসা জটিল রোগীদের চাঁদপুর মেডিকেল কলেজে পাঠানোর সুপারিশ করা হয়েছে বলে জানান অধ্যাপক মেডিসিন বিশেষজ্ঞ সাইফুল ইসলাম সোহেল। তিনি বলেন, বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসক দল এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে নানা বয়সী নারী-পুরুষ ও শিশুকে চিকিৎসাসেবা দিয়েছে। সেই সঙ্গে এসকেএফের সহযোগিতায় বিনা মূল্যে ওষুধও সরবরাহ করা হয়েছে।