টাঙ্গাইলে চালকলের বয়লারধস, তিন শ্রমিকের লাশ উদ্ধার

মৃত্যু
প্রতীকী ছবি

টাঙ্গাইলের গোপালপুরে একটি চালকলের বয়লারধসের ঘটনা ঘটেছে। ধ্বংসস্তূপের নিচ থেকে চালকলটির তিন শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ডুবাইল এলাকায় একতা রাইস মিলে এ ঘটনা ঘটে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন রাত ১০টা ৫০ মিনিটে জানান, ধ্বংসস্তূপের নিচ তিনজন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এর নিচে আরও লাশ থাকতে পারে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন।

স্থানীয় লোকজন জানান, চালকলটিতে এক হাজার মণ ধান সেদ্ধ করার ধারণক্ষমতাসম্পন্ন বয়লার রয়েছে। ধান সেদ্ধ করার সময় রোববার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ বয়লারটি ধসে পড়ে। এ সময় কর্মরত শ্রমিকেরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে গোপালপুর, মধুপুর ও ঘাটাইল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে যোগ দেন।

স্থানীয় লোকজন বলছেন, সেখানে ১০ থেকে ১২ জনের মতো শ্রমিক কাজ করছিলেন। তাঁদের মধ্যে তিন–চারজন সরে আসতে পেরেছেন। ঠিক কতজন চাপা পড়েছেন, তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না।

নিহত ব্যক্তিদের দুজনের পরিচয় জানা গেছে। তাঁরা হচ্ছেন কুড়িগ্রাম সদর উপজেলার ভবদার গ্রামের মো. আরিফ (২০) এবং একই উপজেলার গরুহারা গ্রামের নুরুল ইসলাম। তিনজনের লাশ গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ করছেন। ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে।