বিকাশ–প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে টাঙ্গাইলে বই উপহার পেল ২১ টি প্রতিষ্ঠান।
বিকাশ–প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে টাঙ্গাইলে বই উপহার পেল ২১ টি প্রতিষ্ঠান।

বিকাশ–প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ

টাঙ্গাইলে ৫ হাজার বই উপহার

আলোকিত মানুষের মাধ্যমেই আলোকিত দেশ গড়ে উঠবে। আর আলোকিত মানুষ গড়ার জন্য বই পড়ার বিকল্প নেই। বই পড়ার মধ্য দিয়েই আলোকিত মানুষ তৈরি হয়। তাই দেশের পাঠাগারগুলোকে সমৃদ্ধ করতে হবে। বিকাশ ও প্রথম আলো ট্রাস্ট বিভিন্ন পাঠাগারে বই বিতরণের যে উদ্যোগ নিয়েছে, তা পাঠক তৈরিতে ভূমিকা রাখবে।

বিকাশ ও প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল রোববার টাঙ্গাইলে বিভিন্ন পাঠাগারে বই উপহার দেওয়ার অনুষ্ঠানে অতিথিরা এ কথা বলেন।

টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত বই প্রদান অনুষ্ঠানে অতিথি ছিলেন সরকারি মওলানা মোহাম্মদ আলী কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল হুদা, সুজন টাঙ্গাইলের সহসভাপতি বাদল মাহমুদ, রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ টাঙ্গাইল শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাদল, সম্মিলিত পাঠাগার আন্দোলনের সভাপতি আবদুস ছাত্তার খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর টাঙ্গাইলের নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখর। সার্বিক সহযোগিতায় ছিল টাঙ্গাইল প্রথম আলো বন্ধুসভা।

বই উপহার পেয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও পাঠাগারের প্রতিনিধিরা বিকাশ ও প্রথম আলো ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা জানান। বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান বলেন, উপহার পাওয়া বই তাঁদের পাঠাগারকে আরও সমৃদ্ধ করবে। এ ধরনের উদ্যোগ পাঠাগার আন্দোলনকে এগিয়ে নেবে।