‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ সমর্থনে হবিগঞ্জের প্রধান সড়ক দুই ঘণ্টা অবরোধ

‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচির ব্যানারে হবিগঞ্জ শহরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে
ছবি: প্রথম আলো

‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচির ব্যানারে আজ বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ শহরের প্রধান সড়ক প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পাশাপাশি তাঁরা শহরজুড়ে বিক্ষোভ মিছিল করেন। তাঁদের এ কর্মসূচিতে জেলা সদরের বৃন্দাবন সরকারি কলেজসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা পূর্বঘোষিত ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচির অংশ হিসেবে শহরের পৌর টাউন হল এলাকায় ব্যানার নিয়ে জড়ো হন। পাশাপাশি তাঁদের হাতে ছিল নানা প্ল্যাকার্ড। বেলা যত বাড়তে থাকে, জেলা সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে থাকে টাউন হলের সামনে। একপর্যায়ে শিক্ষার্থীদের এ উপস্থিতি শহরের প্রধান সড়কের দক্ষিণ দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয় এবং উত্তরে তিন কোনা পুকুরপাড় এলাকা নিয়ে প্রায় আধা কিলোমিটার সড়ক অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। এ সময় পুরো শহরজুড়ে অচলাবস্থার সৃষ্টি হয়। এ সময় প্রধান সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকেন। এ পরিস্থিতিতে দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত দুই ঘণ্টা এ সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।

‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচির ব্যানারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ শহরে

এ সময় পুলিশ ও বিজিবি সদস্যরা প্রথমে শহরের টাউন এলাকায় অবস্থান নেয়। পরে শিক্ষার্থীদের উপস্থিত বাড়তে থাকলে পুলিশ ও বিজিবি সদস্যরা স্থান পরিবর্তন করে শহরের প্রধান সড়কের চান মিয়া মসজিদ এলাকায় অবস্থান নেয়।

টানা দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করেন। এ সময় শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকেন। পরে মিছিলকারীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের বৃন্দাবন কলেজ এলাকায় গিয়ে তাঁদের এ কর্মসূচি সমাপ্ত করেন।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রাসেল আহমেদ সাংবাদিকদের বলেন, ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ আমাদের পূর্বঘোষিত কর্মসূচি। এর অংশ হিসেবে আজ আমরা জড়ো হই। সরকার আমাদের ৯ দফা দাবি বাস্তবায়ন না করে দেশে শিক্ষার্থীদের ওপর নতুন করে গ্রেপ্তার, আটক ও নির্যাতন চালাচ্ছে। তাই আমরা এখন সরকারের পদত্যাগকে প্রধান দাবিতে পরিণত করেছি।’