বাগেরহাট সদর উপজেলায় সড়কের পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। গতকাল শনিবার রাতে উদ্ধারের পর ওই নবজাতককে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের বারাকপুর-চুনাখোলা সড়কের পাশে একটি ব্যাগ থেকে উদ্ধার করা হয় ছেলেশিশুটিকে। নবজাতকের কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজন সেখানে এগিয়ে যান। এ সময় কয়েকজন জড়ো হন। পরে তাঁরা দেখতে পান, একটি বাজারের ব্যাগের মধ্যে নবজাতক পড়ে আছে। তখন নবজাতককে কোলে তুলে নেন চুনাখোলা গ্রামের নাজমা আক্তার নামে এক নারী। পরে স্থানীয় প্রশাসনকে জানানো হয়। খবর পেয়ে সমাজসেবা দপ্তরের কর্মকর্তারা এসে শিশুটিকে নিয়ে যান।
বাগেরহাট সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল মোকাররম মোহাম্মদ ফজলে এলাহী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বাগেরহাট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পারশা সানজানা বলেন, এক নবজাতককে গতকাল রাত সোয়া ৯টার দিকে সমাজসেবা কর্মকর্তা ও পুলিশ সদস্যরা হাসপাতালে নিয়ে আসেন। ছেলেশিশুটির ওজন প্রায় আড়াই কেজি। বাচ্চাটি সুস্থ আছে, তবে অভিভাবক না থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, নবজাতকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। অভিভাবকের খোঁজ পাওয়া না গেলে আইন অনুযায়ী অন্য ব্যবস্থা নেওয়া হবে।