জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম
ছবি: বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম এবং চুক্তিভিত্তিক রেজিস্ট্রার আবু হাসান পদত্যাগ করেছেন। আজ বুধবার রেজিস্ট্রারের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন উপাচার্য। বিষয়টি নিশ্চিত করেছেন সদ্য পদত্যাগকারী রেজিস্ট্রার আবু হাসান।

এই বিষয়ে আবু হাসান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘উপাচার্য পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্রটি আমরা ই-মেইলের মাধ্যমে রাষ্ট্রপতি এবং শিক্ষাসচিবের কাছে পাঠিয়ে দিয়েছি।’

নিজের পদত্যাগের বিষয়ে রেজিস্ট্রার বলেন, ‘আমি গতকাল মঙ্গলবার ব্যক্তিগত কারণে উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলাম। তবে উপাচার্য আমার পদত্যাগপত্র গ্রহণ করেননি। তিনি আমাকে অনুরোধ করেছিলেন আজ বুধবার সকালের সিন্ডিকেট সভা শেষ করে পদত্যাগ করতে। ওই সভার পর আমি পদত্যাগ করেছি।’

পদত্যাগের বিষয়ে জানতে অধ্যাপক মো. নূরুল আলমের মুঠোফোনে আজ রাতে কয়েকবার ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত ১৫ জুলাই রাতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ ও বহিরাগত সন্ত্রাসীরা হামলা চালায়। এতে শিক্ষক-সাংবাদিকসহ শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় প্রশাসনের সাহায্য চেয়ে তাঁরা পাননি। উপরন্তু উপাচার্য ও রেজিস্ট্রারের সরাসরি ইন্ধনে ছাত্রলীগের নেতা-কর্মীরা এবং পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালান।