শ্রীপুরে পিস্তল উঁচিয়ে ধরা যুবকের ছবি ও ভিডিও ভাইরাল

গাজীপুরের শ্রীপুরের বরমী বাজারে অস্ত্র হাতে জাহিদুল হাসান। এই ছবিটি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে
সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরের বরমী ইউনিয়নের বরমী বাজারে পিস্তল উঁচিয়ে ধরে থাকা এক যুবকের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আজ শনিবার সকালে বিএনপির পদযাত্রায় ওই ব্যক্তি অস্ত্রসহ অংশ নেন বলে অভিযোগ উঠেছে।

এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, অস্ত্র উঁচিয়ে ধরে থাকা ওই যুবকের নাম মো. জাহিদুল হাসান (২৫)। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন সাদুয়া গ্রামের মীর সাইদুর রহমানের ছেলে। তিনি বরমী গ্রামের বাসস্ট্যান্ডের পূর্ব পাশে আবদুল হক নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকেন।

বিএনপির পদযাত্রায় অস্ত্রসহ জাহিদুল অংশ নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের অস্ত্র উচিয়ে ভয় দেখানোর অভিযোগ তুলে বরমী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, ‘ওই ছেলেটি বরমী এলাকায় থাকেন। শ্রীপুরে বিএনপি বা অঙ্গসংগঠনে তাঁর কোনো পদ নেই। শুনেছি, তিনি গফরগাঁওয়ের পাগলার নিগুয়ারি ইউনিয়ন বিএনপিতে কোনো একটি পদে আছেন। তবে তিনি বরমী এসে কিছুদিন ধরে আওয়ামী লীগের লোকজনের সঙ্গে চলাফেরা করেন। বিএনপির হয়েও আওয়ামী লীগের লোকজনের সঙ্গে সম্পর্ক তৈরি করে চলার কারণে আমরা তাঁকে সন্দেহ করিনি। আজ অস্ত্র উঁচিয়ে হুমকি দেওয়ার পর তাঁর প্রকৃত পরিচয় সামনে আসে।’

খন্দকার হারুন আরও বলেন, আজ বিএনপির পদযাত্রার মিছিলে জাহিদুল অংশ নেন। পদযাত্রাটি বরমী বাজারে পৌঁছালে জাহিদুল অস্ত্র উচিয়ে আওয়ামী লীগের কার্যালয়ে অবস্থান করা স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ভয়ভীতি দেখান। এ ঘটনায় তাঁরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে আইনি ব্যবস্থা নেবেন বলে জানান।

তবে শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তারুল আলম প্রথম আলোকে বলেন, ‘ছবিটি দেখেছি। অস্ত্র ধরে থাকা ওই ব্যক্তিকে আমরা চিনি না। শুনেছি, তাঁর নাম জাহিদুল। বরমী ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি, ওই ব্যক্তি শ্রীপুরের বিএনপি বা অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত নয়। এমনকি পদযাত্রা মিছিলেও ওই ব্যক্তি ছিলেন না।’

এ ব্যাপারে জানতে জাহিদুলের মুঠোফোন নম্বরে আজ বিকেল চারটায় ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়। তাই তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শ্রীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান আজ বিকেল চারটায় প্রথম আলোকে বলেন, অস্ত্র উঁচিয়ে ধরে থাকা যুবকের ছবিটি দেখেছি। আমরা এ বিষয়ে খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেব। ‌