হত্যা
হত্যা

পঞ্চগড়ে ট্রাক্টরের চাপায় শিশুর মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভায় ট্রাক্টরচাপায় স্নেহা মনি (৯) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে দেবীগঞ্জ পৌরসভার কালিস্তান-সবুজপাড়া এলাকায় দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্নেহা মনি দেবীগঞ্জ পৌরসভার সবুজপাড়া এলাকার শাহিনুর ইসলামের মেয়ে। সে স্থানীয় তালতলা শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। ঘটনার পর ট্রাক্টরটি আগুনে পুড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধ লোকজন। এ সময় ট্রাক্টরচালককে (১৭) আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে কালিস্তান-সবুজপাড়া এলাকায় সড়কের পাশে একটি ফার্নিচারের দোকানের সামনে দাঁড়িয়ে ছিল শিশু স্নেহা মনি। এ সময় দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ সড়কে তিস্তারহাট এলাকা থেকে গোবরবোঝাই একটি ট্রাক্টর দেবীগঞ্জ উপজেলা শহরের দিকে যাচ্ছিল। একই সময় সড়কের ওপর সামনে থেকে কয়েকটি গরু ট্রাক্টরটির কাছাকাছি চলে আসে। এ সময় চালক গরুগুলোকে পাশ কাটাতে গিয়ে ফার্নিচারের দোকানের দিকে নামিয়ে দেয় ট্রাক্টরটি। এতে পাশে দাঁড়িয়ে থাকা শিশু স্নেহার ওপর দিয়ে ট্রাক্টরের চাকা চলে গেলে সেখানেই অচেতন হয়ে পড়ে সে। পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোয়েল রানা ট্রাক্টরচাপায় ওই স্কুলছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় বিক্ষুব্ধ লোকজনের পুড়িয়ে দেওয়া ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। ট্রাক্টরচালককে আটক করা হয়েছে। নিহত শিশুটির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।