রবিদাস সম্প্রদায়ের বাসিন্দাদের মধ্যে ১০০টি কম্বল বিতরণ করে প্রথম আলো বন্ধুসভা। শুক্রবার বিকেলে পাবনা জেলা শহরের রাধানগর যুগীপাড়া মহল্লায়
রবিদাস সম্প্রদায়ের বাসিন্দাদের মধ্যে ১০০টি কম্বল বিতরণ করে প্রথম আলো বন্ধুসভা। শুক্রবার বিকেলে পাবনা জেলা শহরের রাধানগর যুগীপাড়া মহল্লায়

‘আজ মনে হচ্ছে কষ্ট ইকটু কম্বিনি’

অনেকটাই লোকচক্ষুর আড়ালে থাকেন রবিদাস সম্প্রদায়ের বাসিন্দারা। রোদ-বৃষ্টি-ঝড় কোনো দুর্যোগেই তেমন সাহায্য সহযোগিতা পান না। তাই কনকনে এই শীতে একটি কম্বল পেয়ে মুখে হাসি ফুটেছে তাঁদের। কম্বল পাওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন রবিদাস কলোনির নবীন থেকে প্রবীণ বাসিন্দারা।

শুক্রবার বিকেলে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে পাবনা জেলা শহরের রাধানগর যুগীপাড়া মহল্লায় রবিদাস সম্প্রদায়ের বাসিন্দাদের মধ্যে ১০০টি কম্বল বিতরণ করে প্রথম আলো বন্ধুসভা। কম্বলগুলো দিয়ে সহযোগিতা করেছে পাবনার রোগনির্ণয় ও পরামর্শকেন্দ্র কিমিয়া বিশেষজ্ঞ সেন্টার। কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করেছেন রবিদাস সম্প্রদায়ের বাসিন্দারা।

কম্বল পাওয়া ব্যক্তিদের একজন সরস্বতী রানী দাস (৬৫) বলেন, ‘আমরা তো সগলের দৃষ্টির আড়ালে থাকি, কেউ খোঁজ নেয় না। শীতে খুব কষ্টে ছিলেম। কম্বলটা পেয়ে উপকার হলো।’ মিনা রানী (৬৭) নামের অপর এক নারী বলেন, ‘ভাঙাচুরা ঘরে থাকি, চারদিক দিয়ে বাতাস বয়। কয়দিন ধরে শীতে কষ্ট পাচ্ছিলেম। আজ মনে হচ্ছে কষ্ট ইকটু কম্বিনি।’

কম্বল নিয়ে ফিরছেন রবিদাস সম্প্রদায়ের বাসিন্দারা

শুধু শীত নয়, অন্যান্য দুর্যোগের সময়ও পাশে থাকার আহ্বান জানিয়েছেন কম্বল পাওয়া রবিদাস সম্প্রদায়ের বাসিন্দারা। কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা শামিম, প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহিদুর রহমানসহ অন্য সদস্যরা।

শীতার্ত মানুষের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন। হিসাব নম্বর: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল, হিসাব নম্বর: ২০৭২০০০০১১১৯৪; ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা। অথবা বিকাশে পেমেন্ট করতে পারেন, ০১৭১৩০৬৭৫৭৬ এই পেমেন্ট অ্যাকাউন্ট নম্বরে। বিকাশ অ্যাপে ডোনেশন অপশনের মাধ্যমেও আপনার অনুদান পাঠাতে পারেন।