ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে ৯ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে ইসলামী আন্দোলনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের ডিআইটি বাণিজ্যিক এলাকায়
ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে ৯ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে ইসলামী আন্দোলনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের ডিআইটি বাণিজ্যিক এলাকায়

আগামী সংসদে সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের দাবি চরমোনাই পীরের

আগামী জাতীয় সংসদে পিআর (সংখ্যানুপাতিক হারে) পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেছেন, ‘আমরা মার্কায় নির্বাচন চাই। কোনো ব্যক্তিকে নির্বাচনে চাই না। তাহলে গ্যাঞ্জাম ও গুন্ডামি থাকবে না।’

আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ নগরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা ও মহানগর কমিটি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছাত্র-জনতার অভ্যুত্থান–পরবর্তী রাষ্ট্র সংস্কারে ৯ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে চরমোনাই পীর বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে এ দেশে সরকারের পরিবর্তন হয়েছে। যদি আপনারা আবার বৈষম্যের সৃষ্টি করেন, তাহলে আবার আন্দোলন শুরু হবে, এ দেশের মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়বে। খুব সতর্ক থেকে দেশ পরিচালনা করতে হবে।’

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘আমরা ৫ আগস্টের পর কী দেখলাম, সেই চিহ্নিত গোষ্ঠী আবার দখলদারি ও চাঁদাবাজি শুরু করেছে। তারা হাট-ঘাট-রাস্তা দখল শুরু করে দিয়েছে। আমরা চাঁদাবাজদের আর দ্বিতীয়বার ক্ষমতায় দেখতে চাই না। আমরা চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই। যারা দোষী–অপরাধী, তারা কোনো অবস্থাতে নির্বাচন করতে পারবে না।’

ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ‘আগামী নির্বাচন পিআর (সংখ্যানুপাতিক হারে) পদ্ধতিতে নির্বাচন চাই। যদি পিআর সিস্টেমে নির্বাচন হয়, তাহলে পেশিশক্তির ব্যবহার হবে না। টাকা দিয়ে ভোট কিনতে পারবে না। কোনো জুলুম, খুন, কেন্দ্র দখল চলবে না, মার্কায় ভোট দেবেন। যেই মার্কা যত ভোট পাবে, সেই পার্সেন্টেজ অনুযায়ী সেই দলের প্রতিনিধি সংসদে থাকবে এবং প্রতিনিধিত্ব করবে।’

আওয়ামী লীগের উদ্দেশে সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘আপনারা যা করেছেন, তার প্রাপ্তি আপনারা পেয়েছেন। কিন্তু আমরা সব খুনির বিচার চাই। সব জালেমের বিচার চাই। অন্যায়কারীদের বিচার চাই।’

ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি দীন ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের সহসভাপতি ইউসুফ আহমাদ মানসুর, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহাম্মদ মাসুম বিল্লাহ প্রমুখ।