বিএনপির পর স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচি, ঠাকুরগাঁওয়ে ১৪৪ ধারা

ঠাকুরগাঁও জেলার মানচিত্র
ঠাকুরগাঁও জেলার মানচিত্র

বিএনপি ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ ডাকায় ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া বাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান এ আদেশ জারি করেছেন। কাল মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা তিনটায় রুহিয়া থানা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আহ্বান করে। অন্যদিকে একই দিন ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে রুহিয়া থানা স্বেচ্ছাসেবক লীগ বিভিন্ন এলাকায় বিক্ষোভ সমাবেশ ও প্রচারপত্র বিলির কর্মসূচি আহ্বান করে। দুই দলের এই কর্মসূচির ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সকাল থেকে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

রুহিয়া থানা বিএনপির আহ্বায়ক আনসারুল হক প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ কর্মসূচি চলছে। এর অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে রুহিয়া থানায় বিক্ষোভ হওয়ার কথা ছিল। প্রশাসনের কাছ থেকে বিক্ষোভ কর্মসূচির অনুমতিও নেওয়া হয়েছে। কিন্তু স্বেচ্ছাসেবক লীগের নামে আওয়ামী লীগ সেই কর্মসূচি পণ্ড করতে সমাবেশের ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া বাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।

আনসারুল হক আরও বলেন, ‘১৪৪ ধারা জারির বিষয়টি আমার জানা নেই। এখন পর্যন্ত আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি ঠিক আছে। যদি ১৪৪ ধারা জারি হয়, তাহলে কর্মসূচি ঠিক থাকবে কি না, সেটা দলীয় নেতারা বসে ঠিক করবেন।’

এদিকে আজ রাত ৮টার দিকে ওই এলাকায় মাইকিং করে ১৪৪ ধারা জারির বিষয়টি প্রচার করা হয়। এতে বলা হয়, জনসাধারণকে জানানো যাচ্ছে, রুহিয়া থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত রুহিয়া বাজার ও আশপাশে এলাকায় সব রাজনৈতিক সভা-সমাবেশের ওপর ১৪৪ ধারা জারি করা হলো।

এ বিষয়ে জানতে চাইলে রুহিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বাশারুল ইসলাম বলেন, ‘বিএনপির বিক্ষোভ কর্মসূচি পণ্ড করার উদ্দেশ্যে স্বেচ্ছাসেবক লীগ কর্মসূচি ঘোষণা করেনি। ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টায় দণ্ড পাওয়া আসামিদের রায় দ্রুত কার্যকরের দাবিতে আমাদের আগে থেকেই রুহিয়ায় বিক্ষোভ সমাবেশ ও প্রচারপত্র বিলির কর্মসূচির পরিকল্পনা করেছিলাম। বিএনপিই এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্রের অংশ হিসেবে বিক্ষোভের ডাক দিয়েছে। প্রশাসনের এই সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী করণীয় ঠিক করা হবে।’ তবে স্বেচ্ছাসেবক লীগ প্রশাসনের নির্দেশ মেনে চলবে বলে জানান তিনি।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ১৪৪ ধারা যাতে কেউ ভাঙতে না পারেন, সে জন্য পুলিশ সতর্ক থাকবে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।

ভারপ্রাপ্ত ইউএনও শাহরিয়ার রহমান বলেন, কেউ ১৪৪ ধারা ভাঙার চেষ্টা করলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।