খুলনার রূপসায় সালাম জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে
খুলনার রূপসায় সালাম জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট  কাজ করছে

রূপসায় পাটকলের আগুন ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ১৮টি ইউনিট

খুলনার রূপসা উপজেলার একটি পাটকলে লাগা আগুন আজ বুধবার রাত সাড়ে ১০টা পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার জাবুসা এলাকার সালাম জুট মিলে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনীর দুটি ফায়ার ইউনিটও।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে পাটকলের ৩ নম্বর গুদামে আগুন লাগে। শুকনা পাট হওয়ায় দ্রুত আগুন কারখানায় সবখানে ছড়িয়ে পড়ে। এ জন্য আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হচ্ছে। দীর্ঘক্ষণ ধরে আগুন নিয়ন্ত্রণে না আসায় পাটকলে মজুত থাকা বিপুল পাট পুড়ে গেছে।

মিল কর্তৃপক্ষ ও শ্রমিক সূত্রে জানা গেছে, পাটকলে প্রচুর পরিমাণে পাট মজুত ছিল। বিদেশে রপ্তানির জন্য প্রস্তুত ছিল বিপুল পরিমাণ পাট। দু-এক দিনের মধ্যে মোংলা বন্দর দিয়ে সেগুলো রপ্তানির কথা ছিল। এর আগেই আজ হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মো. আজাদ রহমান নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, আসরের নামাজ পড়ে বের হয়ে দেখতে পান, পাটকল থেকে ধোঁয়া বের হচ্ছে। মসজিদের মুসল্লি ও স্থানীয় লোকজন দৌড়ে এসে দেখেন আগুন ছড়িয়ে পড়েছে। দ্রুত ফায়ার সার্ভিসকে সংবাদ দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস জানায়, বিকেলে পাটকলের বাইরে থেকে আগুনের কুণ্ডলী দেখতে পেয়ে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। একই সঙ্গে স্থানীয়ভাবেও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলতে থাকে। তবে অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। হাইওয়ের পাশে হওয়ায় প্রথম দিকে পানি পাওয়া কিছুটা সমস্যা হয়েছিল।

সূত্রটি জানায়, বিকেলে প্রথমে রূপসা ও পরে টুটপাড়া ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুন ছড়িয়ে পড়লে খুলনা সদর, খালিশপুর, দৌলতপুর, রূপসা, ফকিরহাট ও বটিয়াঘাটার ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেয়। এ ছাড়া নৌবাহিনীর ফায়ার ইউনিটও যোগ দেয়। তবে এখনো পর্যন্ত আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রাত সাড়ে নয়টায় খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার প্রথম আলোকে বলেন, আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। তবে যেহেতু পাটের আগুন লেগেছে, সেহেতু পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরও তিন থেকে চার ঘণ্টা সময় লাগবে। সামনে ও পেছনে দুটি গুদাম তাঁরা রক্ষা করতে পেরেছেন।

রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান রাত পৌনে ১১টায় প্রথম আলোকে বলেন, ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট এবং নৌবাহিনীর ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের তীব্রতা অনেক বেশি ছিল। এখন আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। ঘটনাস্থলে প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ রয়েছে।