সিরাজগঞ্জ জেলা কারাগারের শৌচাগার থেকে মেহেদী হাসান (৪৭) নামের এক বন্দীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে জেলা কারাগারের ভেতরের একটি শৌচাগার থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। কারা কর্তৃপক্ষের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। মেহেদী হাসান সিরাজগঞ্জ পৌর শহরের ধানবান্ধি মহল্লার আবুল হোসেনের ছেলে।
সিরাজগঞ্জ জেলা কারাগার সূত্রে জানা গেছে, আজ দুপুরে জেলা কারাগারে ভেতরে বন্দীদের ব্যবহৃত একটি শৌচাগারের ভেন্টিলেটরের সঙ্গে লুঙ্গি গলায় প্যাঁচানো অবস্থায় মেহেদী হাসানকে দেখতে পান অন্য কয়েদিরা। খবর পেয়ে কারারক্ষীরা মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মেহেদী হাসান একটি মাদক মামলা ও একটি মারামারির মামলায় ২০২৩ সালের ৩০ মে থেকে কারাগারে বন্দী ছিলেন।
সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার কামরুল হুদা বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লাশের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। তবে গলায় কালো দাগ আছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।