চলন্ত বাসে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু, গন্তব্যে পৌঁছে টের পেলেন যাত্রীরা

নারায়ণগঞ্জ জেলার মানচিত্র
নারায়ণগঞ্জ জেলার মানচিত্র

বন্ধন পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার গুলিস্তান থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিল। বাসটির চালকের পেছনের আসনে ছিলেন মো. মোশারফ সরকার (৭০) নামের সাবেক এক ব্যাংক কর্মকর্তা। বাসটি নারায়ণগঞ্জে গিয়ে থামার পর যাত্রীরা টের পান, তিনি মারা গেছেন।

শনিবার বিকেলের এ ঘটনায় সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে স্বজনেরা এসে লাশ বুঝে নেন।

মোশারফ সরকার মুন্সিগঞ্জ সদর থানার হোগলাকান্দি এলাকার মৃত লোকমান মাস্টারের ছেলে। তিনি সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাজধানীর গুলিস্তান থেকে ছেড়ে আসা বন্ধন পরিবহনের বাসটির চালকের পেছনের আসনে ছিলেন মোশারফ সরকার। বিকেলে বাসটি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে পৌঁছায়। এ সময় সব যাত্রী নেমে গেলেও তিনি নিজ আসনে শরীর এলানো অবস্থায় ছিলেন। সবাই ভেবেছে, তিনি ঘুমাচ্ছেন।

একপর্যায়ে গাড়ি থেকে না নামায় যাত্রীরা তাঁকে ডাকতে গিয়ে দেখেন, তিনি মারা গেছেন। পরে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশকে খবর দিলে তারা বাসের ভেতর থেকে লাশটি উদ্ধার করে।

জানতে চাইলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক কামরুজ্জামান প্রথম আলোকে জানান, বাসের সিটে বসেই বয়স্ক ওই ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে।

স্বজনেরা এসে লাশ নিয়ে গেছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাঈদ। তিনি প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।