জামালপুরে তৃণমূল বিএনপির প্রার্থী হয়ে বিএনপি নেতা বহিষ্কৃত

হোসেন রেজাকে (বাবু)
হোসেন রেজাকে (বাবু)

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জামালপুর-২ (ইসলামপুর) আসনে তৃণমূল বিএনপির মনোনয়নপত্র জমা দেওয়ায় ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি হোসেন রেজাকে (বাবু) দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জামালপুর জেলা বিএনপির সদস্য ও ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি হোসেন রেজাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপির বহিষ্কৃত নেতা হোসেন রেজা তৃণমূল বিএনপির পক্ষ থেকে প্রার্থী হয়েছেন। গত বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, তৃণমূল বিএনপির প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ায় হোসেন রেজাকে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি অত্যন্ত গোপনে ওই দলের সঙ্গে যুক্ত হয়েছেন। দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।

এ বিষয়ে হোসেন রেজা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বহিষ্কারের কোনো চিঠি আমি পাইনি। তবে শুনেছি, আমাকে বহিষ্কার করা হয়েছে।’ তাঁর প্রার্থী হওয়ার প্রসঙ্গে জানতে চাইলে তিনি ‘ব্যস্ত আছি’ বলে কলটে রেখে দেন।