মাগুরা শহরের দুটি ভবনের মধ্যখানে সরু গলিতে আটকে পড়ে একটি কুকুর। কোনোভাবেই কুকুরটি বের হতে পারছিল না। জায়গাটা এত সংকুচিত, কোনো মানুষের পক্ষেও সেখানে ঢোকার উপায় নেই। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয় লোকজনের সহযোগিতায় তিন ঘণ্টার চেষ্টায় কুকুরটিকে উদ্ধার করেন। গতকাল বুধবার রাতে মাগুরা শহরের পৌরভবন–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও আইনজীবী রেহমান নাসির বলেন, গতকাল দুপুরের দিকে কুকুরটি যেকোনোভাবে দুটি ভবনের মধ্যখানে ওই সরু গলিতে ঢুকে পড়ে। সন্ধ্যার পর কুকুরটি বের হতে না পেরে ঘেউ ঘেউ শুরু করে। প্রথমে স্থানীয় বাসিন্দারা কুকুরটিকে উদ্ধারের উদ্যোগ নেন। পরে পৌরসভা কর্তৃপক্ষকে জানালে তাঁদের ডাকে ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় লোহার রড ও দড়ি কাজে লাগিয়ে দিবাগত রাত ১২টার দিকে কুকুরটিকে জীবন্ত উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে আজ বৃহস্পতিবার মাগুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ‘কুকুর-বিড়ালের মতো প্রাণী উদ্ধারে আমাদের কোনো নির্দেশনা নেই। তবু পৌর মেয়রের অনুরোধে মানবিক কারণে আমরা উদ্ধার অভিযানে যাই। কুকুরটি এমন জায়গায় আটকে পড়েছিল যে ফেরত আসার সুযোগ ছিল না। তবে আমাদের কর্মীরা শেষ পর্যন্ত কুকুরটিকে জীবিত উদ্ধার করেছেন।’