খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার আহ্বান আওয়ামী লীগ নেতার

আবদুল মোতালেব হাওলাদার
আবদুল মোতালেব হাওলাদার

আইন পরিবর্তন করে হলেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার। গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে স্ট্যাটাস দিয়ে তিনি এ আহ্বান জানান।

ওই পোস্টের মন্তব্যে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আওয়ামী লীগ নেতা আবদুল মোতালেবকে ধন্যবাদ জানিয়ে মন্তব্য করেন। তবে নিজ দলের বিরোধী অনুসারীরা এ ব্যাপারে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আজ রাত পৌনে ১০টা পর্যন্ত পোস্টে ২৪২ জন মন্তব্য করেছেন। পোস্টটি শেয়ার করেছেন ২৮ ব্যবহারকারী। বেশির ভাগ মন্তব্যে আওয়ামী লীগ নেতাকে সাধুবাদ জানানো হয়েছে। বিকেল ৪টা ১৭ মিনিটে পোস্টটি দেন তিনি।

সাইদুর রহমান নামের এক ব্যক্তি মন্তব্যে লিখেছেন, ‘নিরপেক্ষ ভাবনার জন্য আপনাকে ধন্যবাদ। হিংস্র হলে কখনো মানুষের ভালোবাসা পাওয়া যায় না...আর আমাদের দেশের রাজনীতিটা ঠিক তেমনই। যদিও আমি আওয়ামী লীগের একজন সমর্থক।’

তবে জামাল উদ্দিন নামের এক যুবলীগ কর্মী মন্তব্য করেছেন, ‘কাকা, আপনার এই সহানুভূতি মানবিক দৃষ্টিকোণ থেকে ঠিক আছে বা সাধারণ আমজনতা লিখলেও ঠিক ছিল। কিন্তু আপনি একটা দলের নির্ধারিত প্রতীক নিয়ে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বা একটা উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থেকে আপনার সাথে লেখাটা যায় না। তা ছাড়া তারা যদি কোনোভাবে ক্ষমতায় আসে, আপনি কি মনে করেন, তারা আপনাকে ছাড় দেবেন? মোটেও না।’

আওয়ামী লীগ নেতার দেওয়া পোস্টের স্ক্রিনশট

বিএনপির চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া-সংক্রান্ত পোস্টে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা ভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম খলিল বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একটি দায়িত্বশীল পদ। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত উপজেলা চেয়ারম্যান। আওয়ামী লীগের চেয়ারম্যান এমন লেখা ফেসবুকে পোস্ট করতে পারেন না। এটা সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. হারুন অর রশিদ খান বলেন, ‘তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের শাস্তি দাবি করছি।’ জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন বলেন, এটা তিনি ঠিক করেননি। এ বিষয়ে তাঁকে কারণ দর্শাতে বলা হবে এবং তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জানতে চাইলে আওয়ামী লীগ নেতা আবদুল মোতালেব প্রথম আলোকে বলেন, ‘শেখ হাসিনা মানবতার মা। তিনি খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বাসায় থাকার সুযোগ দিয়েছেন। আমার দৃঢ় বিশ্বাস, বিএনপির নেত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যদি বিদেশে পাঠানো হয় তাহলে শেখ হাসিনার ভাবমূর্তি ও আওয়ামী লীগের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। এ কারণেই আমি পোস্টটি দিয়েছি।’