দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাস। শনিবার দুপুরে
দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাস। শনিবার দুপুরে

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, কুমিল্লায় মাইক্রোবাসের ৩ যাত্রী নিহত

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনজন যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা মাধাইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

চান্দিনা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনা–কবলিত গাড়িতে একটি ইন্সুুরেন্স কোম্পানির স্টিকার ও লোগো লাগানো ছিল। নিহত ব্যক্তিরা হলেন ওই কোম্পানির দুই কর্মকর্তা মোজাম্মেল, শাখাওয়াত এবং গাড়িচালক তারেক। তাঁরা দাপ্তরিক কাজে ঢাকা থেকে কক্সবাজারে যাচ্ছিলেন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি মাইক্রোবাস কুমিল্লায় যাচ্ছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা মাধাইয়া এলাকায় পৌঁছানোর পর মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের তিনজন যাত্রী নিহত হন।

ওসি মঞ্জুরুল আলম বলেন, দুর্ঘটনায় মাইক্রোবাসের আরও এক যাত্রী আহত হয়েছেন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। নিহত ব্যক্তিদের লাশ চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তাঁদের পরিচয় এখনো পাওয়া যায়নি।