আগুনে ঘর হারানো নারীর আহাজারি। আজ দুপুরে চট্টগ্রামের ফিরিঙ্গিবাজারের টেকপাড়া জেলেপল্লিতে
আগুনে ঘর হারানো নারীর আহাজারি। আজ দুপুরে চট্টগ্রামের ফিরিঙ্গিবাজারের টেকপাড়া জেলেপল্লিতে

চট্টগ্রামের ফিরিঙ্গীবাজারের বস্তিতে আগুন

চট্টগ্রামের ফিরিঙ্গীবাজারের একটি বস্তিতে আগুন লেগেছে। আজ সোমবার বেলা সোয়া একটার দিকে টেকপাড়া জেলেপল্লিতে এ দুর্ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার ক্ষয়ক্ষতির হিসাবও পাওয়া যায়নি।

টেকপাড়া বস্তিতে শতাধিক পরিবারের বসবাস। তবে আগুনে কয়টি বাড়ি পুড়েছে তা এখনো জানা যায়নি। আজ দুপুরে চট্টগ্রামের ফিরিঙ্গিবাজারের টেকপাড়া জেলেপল্লিতে

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানায়, বেলা সোয়া একটার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

টেকপাড়া বস্তিতে শতাধিক পরিবারের বসবাস। তবে আগুনে কয়টি বাড়ি পুড়েছে তা এখনো জানা যায়নি। আজ দুপুরে চট্টগ্রামের ফিরিঙ্গিবাজারের টেকপাড়া জেলেপল্লিতে

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলটি কর্ণফুলী নদীর তীরে হওয়ায় প্রচণ্ড বাতাস ছিল। ফলে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বস্তিতে শতাধিক পরিবারের বসবাস বলে জানা গেছে।

আগুন লাগার পর স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধি ঘটনাস্থলে ছুটে যান।আজ দুপুরে চট্টগ্রামের ফিরিঙ্গিবাজারের টেকপাড়া জেলেপল্লিতে

ঘটনাস্থলে থাকা ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব বলেন, ফিরিঙ্গীবাজার টেকপাড়া এলাকায় জেলেপাড়াতে অন্তত ২০০ জেলে পরিবারের বসবাস। অনেকের আসবাব, বই-খাতা সব পুড়ে গেছে। আগুন এখন নিয়ন্ত্রণে।
উপসহকারী পরিচালক (পটিয়া) মুহাম্মদ আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, কতটি ঘর ছিল, তা এখনো গণনা করা হয়নি। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে।