মেয়ে জামাইকে পিঠার দাওয়াত দেওয়া হলো না মাজহারুলের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

মেয়ে জামাইকে শীতের পিঠাপুলির খাওয়ার দাওয়াত দিতে যাচ্ছিলেন কৃষক মাজহারুল ইসলাম (৫০)। তাঁর মেয়ের বাড়ি মেহেরপুর পৌর শহরের নতুন পাড়ায়। কিন্তু মেয়ের বাড়িতে যাওয়া হলো না তাঁর। পথেই ইটবোঝাই ট্রলির চাপায় আজ শুক্রবার সকালে তিনি নিহত হন।

মাজহারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের বাসিন্দা।

কয়েকজন প্রত্যাক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে মেহেরপুর শহরের ভূমি অফিস সামনে মাজহারুল ইসলামকে একটি ইটবোঝাই ট্রলি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় মাজহারুল ইসলাম একটি সাইকেলে চেপে মেয়ের বাড়ি যাচ্ছিলেন।নেবে।

মাজহারুলের স্ত্রী আলেয়া খাতুন কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলোকে বলেন, কয়েক দিন ধরেই মেয়ে জামাইকে শীতের পিঠা খাওয়ানোর জন্য দাওয়াত দিতে চাচ্ছিলেন মাজহারুল। কিন্তু মাঠে ভুট্টার জমিতে কাজ থাকায় যেতে পারছিলেন না। অবশেষে আজ সকালে সাইকেল নিয়ে যাওয়ার পথে তিনি নিহত হন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মাজহারুলের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করতে চাইলে পুলিশ ব্যবস্থা