বোনটার জীবন নষ্ট হয়ে যাবে, মানতে পারছিলাম না

ছোট বোনের বয়স ১১ বছর। সে পড়ে ষষ্ঠ শ্রেণিতে। তার বিয়ের আয়োজন চলছিল। এই বাল্যবিবাহ ঠেকাতে ভাই জানে আলম (২৫) বাধ্য হয়ে পুলিশের কাছে যান। পুলিশ গিয়ে গত শুক্রবার বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে। রাজশাহীর দুর্গাপুর উপজেলার তরুণ জানে আলমের সাক্ষাৎকার নিয়েছেন আবুল কালাম মুহম্মদ আজাদ

জানে আলম
প্রশ্ন

পুলিশের কাছে যেতে হলো কেন?

জানে আলম: বাধ্য হয়ে। আমার বোনটা একেবারেই ছোট। এত কম বয়সে বিয়ে হলে বোনটার জীবন নষ্ট হয়ে যাবে, এটা মানতে পারছিলাম না।

প্রশ্ন

এই ধারণা আপনার কেন হলো?

জানে আলম: আশপাশের বাড়ির চার-পাঁচটি মেয়ের অল্প বয়সে বিয়ে হয়েছিল। তাদের জীবনে আনন্দ বলে আর কিছু নেই।

প্রশ্ন

আপনার পরিবারের সবাই কি বিয়ের পক্ষে ছিলেন?

জানে আলম: বিয়েতে বাবার মত ছিল না। মা প্ররোচনায় পড়ে বোনকে বিয়ে দিতে চাইছিলেন।

প্রশ্ন

কে প্ররোচনা দিয়েছেন?

জানে আলম: বাড়ির পাশের এক ঘটক। তাঁর কথায় মা ‘হিপনোটাইজড’ (সম্মোহিত) হয়ে গিয়েছিলেন।

প্রশ্ন

আপনার বোনের বয়স ১১ বছর। যাঁর সঙ্গে বিয়ের কথা হচ্ছিল, তাঁর বয়স কত?

জানে আলম: ৩২ বছর। ছেলে নাকি দোকানে ছিটকাপড় বিক্রি করেন।

প্রশ্ন

পুলিশ ডাকা ছাড়া কি কোনো উপায় ছিল না?

জানে আলম: আমি দেখছিলাম, সব আয়োজন চলছে। কিন্তু আমাকে কেউ কিছুই বলছেন না। আমি কাউকে পাশে পাচ্ছিলাম না। বাধ্য হয়ে থানায় গেছি।

প্রশ্ন

এখন ঘটক কী বলছেন?

জানে আলম: ঘটক নিজের মেয়ের বিয়ে দিয়েছেন ২৪ বছর বয়স হওয়ার পর। আর অন্য মানুষের ছোট ছোট মেয়ের বিয়ে দেওয়ার জন্য মাথা খারাপ করে দেন। বিয়ে হলেই তাঁর কয়টা পয়সা হয়।

প্রশ্ন

আপনি পুলিশ ডাকার পর ঘটক কিছু বলেননি?

জানে আলম: পুলিশ ডাকার কথা শুনে ঘটক বলেছিলেন ‘আসে আসুক, বিয়ে হবেই।’ পুলিশ আসার পর আর কোনো কথা নেই।

প্রশ্ন

বোনকে নিয়ে আপনার ভাবনা কী?

জানে আলম: আমার একটি তিন বছরের মেয়ে আছে। বোনটিকে আমি সন্তানের মতো মানুষ করতে চাই।

প্রশ্ন

আপনার পেশা কী?

জানে আলম: কৃষিকাজ করি। পানের বরজ আছে।

প্রশ্ন

আপনার বাবা কী করেন?

জানে আলম: তিনিও কৃষিকাজ করেন। আমরা গ্রামের গৃহস্থ পরিবার। মোটামুটি চলে যায়।

প্রশ্ন

আপনারা কয় ভাইবোন?

জানে আলম: আমি ও আমার বোন দুজন।

প্রশ্ন

আপনি পড়াশোনা কোন পর্যন্ত করেছেন?

জানে আলম: এইচএসসি পর্যন্ত।

প্রশ্ন

বাল্যবিবাহ তো একটা বড় সমস্যা...।

জানে আলম: কেউ যেন বাল্যবিবাহ না দেন। এটা যেমন মেয়েদের জন্য ক্ষতিকর, তেমনি বেআইনি।