আজিজুল ইসলাম
আজিজুল ইসলাম

যশোর-৬ আসন 

শাহীন চাকলাদারকে হারিয়ে আজিজুল ইসলামের চমক

যশোর-৬ (কেশবপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে হারিয়ে চমক দেখালেন ছাত্রলীগের সাবেক নেতা আজিজুল ইসলাম। স্থানীয় মানুষেরা বলেন, ২৯ বছর বয়সী এ নেতা এলাকার তরুণদের কাছে জনপ্রিয়। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় থেকে জনসংযোগ করছেন। 

ভোটের ফলাফল অনুযায়ী, আজিজুল ইসলাম মোট ভোট পান ৪৮ হাজার ৯৪৭টি। আর শাহীন চাকলাদার পান ৩৯ হাজার ২৬৯ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী এইচ এম আমির হোসেন পান ১৭ হাজার ২০৯ ভোট। আজিজুল ইসলাম ৯ হাজার ভোটের ব্যবধানে শাহীন চাকলাদারকে পরাজিত করেন। 

দলীয় নেতা-কর্মীরা বলেন, কেশবপুরের প্রয়াত সাবেক সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের স্নেহভাজন হিসেবে আজিজুল ইসলামের পরিচিত। তিনি সে সময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরে আজিজুল জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন। তখন থেকেই তিনি গ্রামেগঞ্জে জনসংযোগ করেন। তিনি তরুণদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। 

ফল বিপর্যয়ের বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদারের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ও ইউপির সাবেক চেয়ারম্যান আবদুস সামাদ বলেন, শাহীন অনেক ভোট পেয়েছেন। তবে বিএনপি-জামায়াতের একটি অংশের ভোট পাওয়ায় আজিজুল ইসলাম জয় পেয়েছেন। তবে প্রশাসন থেকে নৌকার কর্মীদের ওপর অতিরিক্ত খবরদারি করা হয়। ফলে তাঁরা সহজে প্রচারণা চালাতে পারেননি। এটাও ফল খারাপ হওয়ার একটা কারণ। 

জয়ী প্রার্থী আজিজুল ইসলাম বলেন, তিনি এই জয়ে খুশি। কেশবপুরের মানুষের ভালোবাসার কারণে তিনি কেশবপুরবাসীর কাছে আজীবন কৃতজ্ঞ থাকবেন। কেশবপুরের মানুষদের ‘বহিরাগত’ হিসেবে শাহীন চাকলাদার এবং তাঁর লোকজনেরা নানাভাবে বঞ্চিত করেছেন। সেই বঞ্চিত মানুষই ভোটের মাধ্যমে তাঁদের রায় দিয়েছেন।