জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কেন্দ্রীয় সমবায় ব্যাংকের জমি বেহাতের প্রতিবাদ ও পুনরায় চালুর দাবিতে মানববন্ধন। আজ শনিবার দুপুরে মাদারগঞ্জ উপজেলার গাবেরগ্রাম এলাকা থেকে তোলা ছবি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কেন্দ্রীয় সমবায় ব্যাংকের জমি বেহাতের প্রতিবাদ ও পুনরায় চালুর দাবিতে মানববন্ধন। আজ শনিবার দুপুরে মাদারগঞ্জ উপজেলার গাবেরগ্রাম এলাকা থেকে তোলা ছবি

জামালপুরে সরকারি জমি বেহাতের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কেন্দ্রীয় সমবায় ব্যাংকের জমি বেহাতের প্রতিবাদ ও ব্যাংকটি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ শনিবার দুপুরে মাদারগঞ্জ পৌর শহরের গাবেরগ্রাম এলাকায় ব্যাংকের সামনে এ মানববন্ধন হয়। পরে মাদারগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, দীর্ঘ বছর ধরে অবহেলা ও অযত্নে কর্মহীনভাবে পড়ে আছে মাদারগঞ্জের কেন্দ্রীয় সমবায় ব্যাংকের নানা অবকাঠামো। স্থাপনাগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। একসময়ের কর্মব্যস্ত ব্যাংকটি মাদকসেবীদের আস্তানায় পরিণত হয়েছে। পৌর শহরের মধ্যে ব্যাংকটি হওয়ায় জমির মূল্য অনেক বেশি। ফলে জমিগুলোতে স্থানীয় ভূমিদস্যুদের দৃষ্টি পড়েছে। ব্যাংকের সামনের জমি দখল করে বিভিন্ন দোকানঘর নির্মাণ করা হয়েছে।

স্মারকলিপিতে চারটি দাবি করা হয়েছে, সেগুলো হলো ব্যাংকের সংস্কারসহ প্রয়োজনীয় উন্নয়ন, অবৈধ দখলদার উচ্ছেদ ও পুনরায় ব্যাংকের কার্যক্রম চালু, মাদারগঞ্জ ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণকেন্দ্রে প্রয়োজনীয় চিকিৎসকসহ নিয়মিত কার্যক্রম পরিচালনা, মাদারগঞ্জ ডাকবাংলো ও কেন্দ্রীয় পোস্ট অফিসের উন্নয়ন এবং পুরো এলাকায় মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলা।

মানববন্ধনে গাবেরগ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকার বাসিন্দা, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। এতে বক্তব্য দেন উপজেলার বালিজুড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিবলুল বারী, ছায়ানীড় সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আইয়ুব খান, স্থানীয় বাসিন্দা মহসিন আলী, বজলুর রহমান খান, মাজেদ খান, স্বপ্ন পারভীন প্রমুখ।

বালিজুড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিবলুল বারী বলেন, ‘এই ব্যাংক থেকে দরিদ্র মানুষ ও কৃষকেরা ঋণ নিয়েছেন এবং তাঁদের জীবন–জীবিকা তৈরি করেছেন। আবার তাঁদের ঋণ পরিশোধ করেছেন। সেই ব্যাংক ও সমিতির পুনর্জাগরণ চাই। এই এলাকার কৃষকদের সহযোগিতার জন্য যা কিছু করার দরকার এবং উন্নয়নের জন্য যা কিছু করার দরকার, তা–ই করতে চাই।’

মাদারগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান প্রথম আলোকে বলেন, ‘মানববন্ধন ও স্মারকলিপির বিষয়ে আমার কিছু জানা নেই। কারণ, আজ অফিস বন্ধ আছে। যদি ওই ব্যাংকের ব্যাপারে কোনো স্মারকলিপি পাই, তাহলে বিষয়টি তদন্ত করে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

১৯২৩ সালে মাদারগঞ্জের গাবেরগ্রাম এলাকায় ৬৬ শতাংশ জমির ওপর কেন্দ্রীয় সমবায় ব্যাংক গড়ে ওঠে। নানা কারণে ১৯৯৫ সালে ব্যাংকটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। ওই বছর ব্যাংকের কার্যক্রম উপজেলা পরিষদে স্থানান্তর করা হয়। ফলে সেখানকার অবকাঠামো পড়ে ছিল। এই ব্যাংক থেকে কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ছোট ছোট ঋণ দেওয়া হয়। এই কার্যক্রম উপজেলা পরিষদ থেকে এখনো চলমান। আন্দোলনকারীদের দাবি ব্যাংকের পুরোনো জায়গাগুলো দখল হয়ে যাচ্ছে। তাই আগের জায়গায় পুনরায় ব্যাংকের কার্যক্রম পরিচালনা করা হোক।