বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘ভোটের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিয়ে একটা নির্বাচিত সরকারের হাতে আপনারা ক্ষমতা হস্তান্তর করেন। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত শেখ হাসিনার ষড়যন্ত্র বন্ধ হবে না। আওয়ামী লীগের ষড়যন্ত্র বন্ধ হবে না। কারণ, আপনারা দেশ ভালোভাবে চালাতে পারছেন না।’
আজ মঙ্গলবার বিকেলে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে শহর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইফুজ্জামান সুজনের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল কুদ্দুস তালুকদার এসব কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় এই নেতা আরও বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান, আমাদের পার্টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার বলছেন, আপনারা অতিসত্বর নির্বাচন দিয়ে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেন। যে অধিকারের জন্য বাংলাদেশের মানুষ সাড়ে ১৫ বছর সংগ্রাম করছেন, আন্দোলন করছেন, সেই অধিকার ফিরিয়ে দিয়ে একটা নির্বাচিত সরকারের হাতে আপনারা ক্ষমতা হস্তান্তর করেন।’
রুহুল কুদ্দুস তালুকদার বলেন, ‘আপনারা যাঁরা দেশ চালাচ্ছেন, তাঁদের আমরা সমর্থন করি। আমাদের নেতা তারেক রহমান আপনাদের সমর্থন করেছেন; কিন্তু আপনারা দেশ ভালোভাবে চালাতে পারছেন না। এখন ঢাকা শহরের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সময় লাগে পাঁচ ঘণ্টা। প্রশাসন, পুলিশ কেউ সঠিকভাবে দায়িত্ব পালন করছে না। এই পুলিশ, এই প্রশাসনের মাথায় আওয়ামী লীগের ভূত এখনো আছে। আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য তাদের নানা সুযোগ–সুবিধা দিয়েছে। তাই আমি পুলিশ ও প্রশাসনের ভাইদের বলতে চাই, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, তাদের বিষদাঁত ভেঙে দিতে হবে। এদের স্থান বাংলাদেশের মাটিতে হবে না।’
রুহুল কুদ্দুস তালুকদার ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রসঙ্গে বলেন, ‘এ ঘটনায় আমাদের সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত করা হয়েছে, জাতীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে, হাইকমিশন ভেঙে দেওয়া হয়েছে। এটা কীসের আলামত? অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা আদায় করা হয়েছে। গত ১৫ বছর যারা বাংলাদেশের কষ্টার্জিত স্বাধীনতাকে বিকিয়ে দিয়েছে, অন্যের কাছে বিলিয়ে দিয়েছে, আমরা তাদের বলতে চাই, কোনো ষড়যন্ত্র, কোনো চক্রান্ত বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে বিপন্ন করতে পারবে না। আমরা বিপন্ন হতে দেব না। বাংলাদেশের ১৮ কোটি মানুষ সব ষড়যন্ত্র রুখে দেবে।’
জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফুল ইসলামের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্যসচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান, কাজী শাহ আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল আলম, নাটোর পৌর বিএনপির আহ্বায়ক এমদাদুল হক, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।