শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল নগর বিএনপির দুই নেতাকে অব্যাহতি

বরিশাল জেলার মানচিত্র
বরিশাল জেলার মানচিত্র

বরিশাল মহানগর বিএনপির দুই নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ও সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে দুই নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগের কথা বলা হলেও ঘটনার বিস্তারিত জানানো হয়নি।
অব্যাহতি পাওয়া দুই নেতা হলেন নগরের ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাগর উদ্দিন ওরফে মন্টি এবং সদস্যসচিব আরমান সিকদার ওরফে নুন্না।

অব্যাহতির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাগর উদ্দিন ও আরমান সিকদার দলীয় শীর্ষ পর্যায়ের নির্দেশনা না মেনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো গুরুতর অপরাধ করেছেন, তদন্তে তা প্রমাণিত হয়েছে। এ কারণে তাঁদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে মহানগর বিএনপির অন্তত তিনজন সাবেক নেতা প্রথম আলোকে বলেন, মহানগরের ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাগর উদ্দিনের বিরুদ্ধে সম্প্রতি বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সদর রোডে অবস্থিত জামে বায়তুল মোকাররম মসজিদের সভাপতি সৈয়দ গোলাম মাসউদ বাবলুকে মারধর ও অপহরণের চেষ্টার অভিযোগ ওঠে। ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার পাশাপাশি মুসল্লিদের উদ্যোগে হামলাকারী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে নগরে মানববন্ধন হয়। অন্যদিকে ৫ আগস্টের পর সদস্যসচিব আরমান সিকদারের বিরুদ্ধেও এলাকায় ত্রাসের সৃষ্টিসহ বিভিন্ন ধরনের গুরুতর অভিযোগ ওঠে।

দলীয় সূত্র জানায়, মহানগর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়েছিল গত ১৪ জুন। এরপর গত ৭ জুলাই আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক, একজন যুগ্ম আহ্বায়ক ও সদস্যসচিবের নাম ঘোষণা করা হলেও এখনো পূর্ণাঙ্গ কমিটি হয়নি। এর ফলে তিনজনকে দিয়েই বর্তমানে বরিশাল মহানগর বিএনপির দলীয় কর্মকাণ্ড পরিচালিত হচ্ছিল।

নগর বিএনপির আহ্বায়ক কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা জাহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ওয়ার্ড কমিটির দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ আছে, সেটা তিনি বলেননি।