সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শুক্রবার সকালে প্রায় দেড় কোটি টাকা মূল্যের সোনা জব্দ করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিমানবন্দরে কর্মরত কাস্টমসের কর্মকর্তারা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কাস্টমস কর্মকর্তারা বলেন, দুবাই থেকে একটি ফ্লাইট (বিজি-২৪৮) আজ সকাল ৯টা ২৫ মিনিটের দিকে সিলেটে অবতরণ করে। ফ্লাইটের সিট নম্বর ২৬-সি-এর নিচে যাত্রীবিহীন অবস্থায় ১ কেজি ১৬৭ গ্রাম সোনা কালো মোড়ক দিয়ে আবৃত অবস্থায় জব্দ করা হয়। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ের কমিশনার মো. তাসনিমুর রহমানের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী কমিশনার মো. সোহানুর রহমান প্রথম আলোকে বলেন, জব্দ করা সোনার মধ্যে ছিল ১৮টি চুড়ি ও ৩টি চেইন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এর আগে গত বুধবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ১ কেজি ২৮৩ গ্রাম ওজনের ১১টি সোনার বার জব্দ করেছিল বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ।