লাশ
লাশ

চাঁদপুরে ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ আপন দুই ভাইয়ের বিরুদ্ধে, আটক ৬

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মো. সফিকুল ইসলাম ব্যাপারী (৩০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তাঁর দুই ভাইয়ের বিরুদ্ধে। আজ রোববার দুপুরে উপজেলার মিঠুরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত মো. সফিকুল ইসলাম ব্যাপারীর বাড়ি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মিঠুরকান্দি গ্রামে। ওই গ্রামের কলিম উল্লাহ ব্যাপারীর ছেলে তিনি। সফিকুল কৃষিকাজ করতেন। কিছুটা মাদকাসক্তও ছিলেন। অভিযুক্ত (আটক) আশিক ব্যাপারী (২৩) সফিকুলের আপন ছোট ভাই। অপর অভিযুক্ত (আটক) রবি উদ্দিন (৪৫) সফিকুলের আপন বড় ভাই। আটক বাকি চারজন সফিকুলের স্বজন।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সফিকুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর ওই দুই ভাই, বোন ও অন্যান্য স্বজনের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। আজ রোববার দুপুরে এ নিয়ে বাড়িতে সফিকুলের সঙ্গে তাঁর বড় ভাই রবি উদ্দিন, ছোট ভাই আশিক ব্যাপারীসহ পরিবারের আরও কয়েকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠিসোঁটা দিয়ে সফিকুলকে তাঁর আপন দুই ভাই ও অন্যান্য স্বজন বেধড়ক পেটান। এতে তাঁর মাথা, পা, বুকসহ শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত জখম হয়। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলকারীরা সেখান থেকে চলে যান।

সূত্রটি আরও জানায়, গুরুতর আহত অবস্থায় প্রতিবেশী ও স্বজনেরা সেখান থেকে সফিকুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে তাঁর লাশ বাড়িতে আনা হয়। খবর পেয়ে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে তাঁর লাশ থানায় নিয়ে আসে।

সফিকুলের পরিবারের এক সদস্য অভিযোগ করে বলেন, সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য তাঁকে এভাবে বেধড়ক পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। থানা-হাজতে থাকায় সফিকুলের ভাই আশিক ব্যাপারী ও রবি উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

থানার পরিদর্শক সানোয়ার হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য ওই ব্যক্তির লাশ চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই আশিক ব্যাপারী ও রবি উদ্দিন এবং তাঁর স্বজন আজিজ প্রধান, সীমা আক্তার, রিনা আক্তার ও লিপি আক্তারকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। এটি একটি হত্যাকাণ্ড। সম্পত্তির বিরোধে এ ঘটনা ঘটেছে।